স্নাতক-স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড

ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়,  নিউজিল্যান্ড
ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়, নিউজিল্যান্ড  © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ড বরাবরই শিক্ষার্থীদের অন্যতম পছন্দ। বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা ছুটে যান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরের এই দেশটিতে। দেশটিও যেন বিদেশী শিক্ষার্থীদের নেয়ার জন্য দ্বার খুলে রাখে। দেশটির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর কোনটি ফুল-ফ্রি, আবার কোনটা আংশিক বৃত্তি দিয়ে থাকে। এই যেমন বলা যায় ২০ শতাংশ টিউশন ফি মওকুফ করে দেয়া দেশটির ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপটির কথা। 

ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো নিউ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাওয়ার্ডস নামে দেয়া এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরের আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের ২০ শতাংশ টিউশন ফি মওকুফ করা হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আবেদনের সময়সীমা উন্মুক্ত রয়েছে।

নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী ওয়াইকাটোর নামানুসারে করা হয় ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়টি হ্যামিল্টনে অবস্থিত। এটি গবেষণা, স্কলারশিপ এবং সৃজনশীল কাজের মাধ্যমে ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে বেশ সুনাম কুড়িয়েছে।

সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

* ২০ শতাংশ টিউশন ফি মওকুফ করা হবে।

* শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে পড়তে পারবেন।

যোগ্যতা:

* নতুন আবেদনকারী হতে হবে।

* স্নাতকে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।

* স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।

* ইংরেজি ভাষায় দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬ পেতে হবে। এছাড়া টোয়েফল আইবিটি তে ৮০ পেতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংকে। 


সর্বশেষ সংবাদ