স্নাতক করুন যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য   © সংগৃহীত

স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল জাতীয়তার শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী বছরের ২৭ মে পর্যন্ত। 

আর্টস এন্ড ল, ইঞ্জিনিয়ারিং ও ফিজিক্যাল সায়েন্স, লাইফ এন্ড এন্ভারনমেন্টাল সায়েন্স, মেডিক্যাল এন্ড ডেন্টাল সায়েন্স ও সামাজিক বিজ্ঞানে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্তীরা প্রায় ৩ লক্ষ টাকার একটি বৃত্তি পাবেন। 

বার্মিংহাম বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। এটি ১৮২৫ সালে প্রতিষ্ঠিত হয়।

সুবিধাসমূহ:

শিক্ষার্থীদের আড়াই হাজার পাউন্ডের একটি উপবৃত্তি। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা। যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। 

আবেদনের যোগ্যতা:

* চমৎকার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে।

* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।

* বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

* যারা বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ভর্তি হয়েছেন তারা এ বৃত্তির যোগ্য না।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।   


সর্বশেষ সংবাদ