তরুণদের নিয়ে টোকিওতে হবে ৫ দিনব্যাপী সামিট

ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিট
ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিট   © সংগৃহীত

তরুণদের নিয়ে বিশ্বব্যাপী নানা ধরনের সামিট অনুষ্ঠিত হয়। তবে বৃহত্তম সামিটগুলোর মধ্যে অন্যতম ‘ওয়ান ইয়াং ওয়ার্ল্ড’ সামিট। আগামী বছরের ১৫ থেকে ১৯ মে অনুষ্ঠিত হবে ওয়ান ইয়াং ওয়ার্ল্ড এর পরবর্তী সামিট। পাঁচ দিনব্যাপী এই সম্মেলনের কেন্দ্র হবে জাপানের রাজধানী টোকিও। আবেদন করা যাবে ১ ডিসেম্বরের মধ্যে

বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এই সামিটে অংশগ্রহণ করতে পারবে। ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সম্মেলনে অংশগ্রহণের সব ধরনের ব্যয়ভার বহন করবে কর্তৃপক্ষ।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১৮-৩০ বছর বয়সী ছাত্র-শিক্ষক সবাই এ সামিটের জন্য আবেদন করতে পারবেন। ১৯০টি দেশ থেকে দুই হাজারেরও বেশি ডেলিগেটকে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। যে কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষক-শিক্ষার্থী ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটের জন্য আবেদন করতে পারবেন।

সুবিধাসমূহ:

* ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটের আকর্ষণীয় সব ইভেন্টগুলিতে অংশ নেয়ার ‍সুযোগ। 
* হোটেলে থাকার ব্যবস্থা।
* খাবারের ব্যবস্থা।
* যাতায়াত ফি।
* দেশ থেকে টোকিও পর্যন্ত রাউন্ড এয়ারফেয়ার টিকেট। তবে অংশগ্রহণকারীদের শুধু ভিসা ফি দিতে হবে।
* সম্মেলনের উপকরণ। 

আবেদনের যোগ্যতা:

* ১৮ থেকে ৩০ বছর বয়সী হতে হবে।
* কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিংবা শিক্ষক হতে হবে। 
* নেতৃত্বের গুণাবলি থাকতে হবে।
* উদ্ভাবনী আইডিয়া নিয়ে কাজ করার সক্ষমতা থাকতে হবে।  

আবেদন প্রক্রিয়া:

ওয়ান ইয়াং ওয়ার্ল্ড স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।