বিজ্ঞানী-গবেষকরা পাবেন ২৫ হাজার ডলার পুরস্কার
জীবনকে বদলে দেয়া প্রতিটি বৈজ্ঞানিক সমাধানের পিছনে রয়েছেন কোন না কোন সৃজনশীল ব্যক্তির অবদান। যারা তাদের গবেষণার মাধ্যমে পরিবর্তন এনেছেন পুরো সমাজ ব্যবস্থায়। সমাজে অবদান রাখা এমন বিজ্ঞানীদের গবেষণায় আরও উৎসাহ দিতে অর্থায়ন করছে বায়ো ইনোভেশন ইনস্টিটিউট (বিআইআই)। বাংলাদেশসহ যে কোনো দেশের বিজ্ঞানীরা আবেদন করতে পারবেন এই বৃত্তির জন্য। আবেদন করা যাবে আগামী ১ নভেম্বর পর্যন্ত।
যাচাই-বাছাই শেষে মোট তিন জনকে পুরস্কৃত করা হবে এই পুরস্কারের জন্য। এদের মধ্যে প্রথম জন পাবেন ২৫ হাজার ডলার। আর বাকী দুইজন পাবেন ১০ হাজার ডলার করে। ২০২২ সালের মে মাসে ডেনমার্কের কোপেনহেগেনে হবে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
তবে শর্ত হল আবেদনকারীদের গত ১০ বছরের মধ্যে পিএইচডি ডিগ্রি সম্পন্ন থাকতে হবে। আর ১ হাজার শব্দের মধ্যে একটি প্রবন্ধ জমা দিতে হবে কর্তৃপক্ষের কাছে।
আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান বায়ো ইনোভেশন ইনস্টিটিউট ফাউন্ডেশনের (বিআইআই) এই বৃত্তির অর্থায়ন করে নোভো নর্ডিস্ক ফাউন্ডেশন। বিআইআই এবং সায়েন্স প্রাইজ ইনোভেশনের মাধ্যমে বিজ্ঞানীদের উৎসাহ দেয়ার জন্য দেয়া হয় এই বৃত্তি।
সুবিধা:
* মোট ৩ জনকে পুরস্কৃত করা হবে।
* প্রথমজন পাবেন ২৫ হাজার ডলার। বাংলাদেশী টাকায় যার পরিমাণ সাড়ে ২১ লক্ষ টাকা।
* বাকী দুই জন পাবেন ১০ হাজার ডলার করে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ সাড়ে ৮ লক্ষ টাকা।
* এছাড়া পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ভ্রমণ এবং আবাসন খরচ প্রদান করা হবে।
* বিজয়ী প্রবন্ধগুলো ‘সায়েন্স অনলাইন’ এ প্রকাশ করা হবে।
যোগ্যতা:
* আবেদনকারীদের গত ১০ বছরের মধ্যে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করতে হবে।
* গত তিন বছরে করা গবেষণা কাজের উপর ভিত্তি করে এ পুরস্কার দেয়া হবে।
* লিখতে হবে ১ হাজার শব্দের একটি প্রবন্ধও।
আবেদন প্রক্রিয়া:
আবেদন প্রক্রিয়া ও বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।