যুক্তরাষ্ট্রে গ্লোবাল স্কলারস প্রোগ্রামে অংশ নেয়ার সুযোগ

প্রতিবছর ২ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশ নেয় ইয়েল ইয়াং গ্লোবাল স্কলারস প্রোগ্রামে
প্রতিবছর ২ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশ নেয় ইয়েল ইয়াং গ্লোবাল স্কলারস প্রোগ্রামে  © সংগৃহীত

ইয়েল ইয়াং গ্লোবাল স্কলারস (ওয়াইওয়াইজিএস) এর আওতায় দুই সপ্তাহব্যাপী প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এ সামিটে অংশ নিতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। 

১৫০টিরও বেশি দেশ থেকে ২ হাজারের অধিক শিক্ষার্থী প্রতিবছর এই সামিটে অংশ নিয়ে থাকে। এ সামিটের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৬ হাজার ৩০০ ডলার প্রদান করা হবে। এছাড়া গ্লোবাল এই সামিটে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের একাডেমিক ও সাংগঠনিক দক্ষতাও বাড়াতে পারবেন।

প্রতি বছর সশরীরে হলেও করোনা মহামারীর কারণে এবছর প্রোগ্রামটি অনলাইনে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে ইয়েল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও সেটি হতে পারে।

সুবিধাসমূহ:

* ৬ হাজার ৩০০ ডলার প্রদান করা হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা।
* সফলভাবে প্রোগ্রাম শেষ করার পর অংশগ্রহণকারীদের দেয়া হবে সনদ।

আবেদনের যোগ্যতা:

* ২০২২ সালের জুলাইয়ের ১৯ তারিখের মধ্যে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৬ বছর পূর্ণ হতে হবে।
ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
* নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক লেভেলের হতে হবে।
* পূর্বে অংশগ্রহণকরীরা আবেদনের যোগ্য হবেন না।
* ৬০ ডলার ফি দিয়ে আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

ইয়েল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে লগ ইন করুন এখানে। বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে।   


সর্বশেষ সংবাদ