স্কলারশিপ নিয়ে জার্মানিতে করুন স্নাতকোত্তর
জার্মানির অটো ভন গুয়েরিক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করার সুযোগ দিচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক সোসাইটি। প্রকৌশল ও গণিত নিয়ে পড়া সকল বাংলাদেশী ও আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।
দেড় বছর মেয়াদী এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের প্রতি মাসে ৮৬০ ডলার প্রদান করা হবে।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বায়ো ইঞ্জিনিয়ারিং, সিস্টেম এবং কন্ট্রোল থিওরি বা গণিতে স্নাতক শেষ করেছে এমন শিক্ষার্থীরা এ স্কলারশিপের আবেদন করতে পারবেন। এছাড়া স্নাতকোত্তর শেষে ডক্টরাল গবেষক হিসেবে যোগদানের সুযোগ রয়েছে।
এ স্কলারশিপের আওতায় সাধারণত শিক্ষার্থীরা ইংরেজি ও জার্মান ভাষায় কোর্সগুলো সম্পন্ন করতে পারবেন। ইংরেজি ভাষায় কেমিক্যাল এন্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশন টেকনোলজি বিষয়ে অধ্যয়ন করা যাবে।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত অটো ভন গুয়েরিক বিশ্ববিদ্যালয় জার্মানির মাগডেবার্গ অবস্থিত। জার্মান পদার্থবিজ্ঞানী ও মাগডেবার্গর সাবেক মেয়র অটো ভন গুয়েরিক এর নামানুসারে এ প্রতিষ্ঠানের নামকরণ করা হয়।
আর ম্যাক্স প্ল্যাঙ্ক সোসাইটি জার্মানির একটি অলাভজনক বেসরকারী গবেষণা ইনস্টিটিউট। এটি ১৯১১ সালে কায়সার উইলহেম সোসাইটি নামে প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৪৮ সালে সাবেক প্রেসিডেন্ট ম্যাক্স প্ল্যাঙ্ক এর নামানুসারে এর নামকরণ করা হয়। এ সোসাইটির অর্থায়ন করে জার্মান সরকার।
সুবিধাসমূহ:
* বৃত্তি চলাকালীন প্রতিমাসে ৮৬০ ইউরো করে দেয়া হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ৮৫ হাজার টাকা।
* যে কোন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* স্নাতকোত্তরের থিসিস চলাকালীন রিসার্চ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ।
* স্নাতকোত্তর শেষ করে ডক্টরাল গবেষক হিসেবে নিয়োগের সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা:
* আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করতে হবে।
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি দক্ষতার সার্টিফিকেট জমা দিতে হবে।
* কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বায়ো ইঞ্জিনিয়ারিং, সিস্টেম এবং কন্ট্রোল থিওরি বা গণিতে স্নাতক করতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে।