যুক্তরাষ্ট্রে স্নাতক করার সুযোগ দিচ্ছে ডেভেনপোর্ট বিশ্ববিদ্যালয়

ডেভেনপোর্ট বিশ্ববিদ্যালয়
ডেভেনপোর্ট বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের প্রথম পছন্দ থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া। কিন্তু অধিক ব্যয়বহুল হওয়ায় পছন্দের অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ার তাদের সে স্বপ্ন আর পূরণ হয়ে উঠেনা। তবে এদিক থেকে একটু ভিন্ন ডেভেনপোর্ট বিশ্ববিদ্যালয়। অলাভজনক হলেও এ প্রতিষ্ঠানটিতে অধ্যয়ন করা ৯৫ ভাগ শিক্ষার্থী কোনো না কোনো আর্থিক সহায়তা পেয়ে থাকেন। বছরে তারা মোট ১৫ মিলিয়নেরও বেশি মূল্যের স্কলারশিপ দিয়ে থাকে। এবছরও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ ঘোষণা করেছে ডেভেনপোর্ট বিশ্ববিদ্যালয়।

এ স্কলারশিপের আওতায় মোট ১০ হাজার ডলার আর্থিক সহায়তা দেয়া হবে। আবেদন করা যাবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এছাড়া শিক্ষার্থীরা অনলাইনে তাদের ডিগ্রি অর্জন করতে পারে। ডেভেনপোর্টের একাডেমিক স্কলারশিপগুলো সিজিপিএ, এসিটি বা এসএটি স্কোরের ভিত্তিতে প্রতিবছর শিক্ষার্থীদের দেয়া হয়ে থাকে।

১৮৬৬ সালে প্রতিষ্ঠিত ডেভেনপোর্ট বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে অবস্থিত অলাভজনক প্রাইভেট বিশ্ববিদ্যালয়।

সুযোগ সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* শিক্ষার্থীদের ১০ হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা।
* এছাড়াও থাকছে বিভিন্ন সহায়ক বৃত্তি পাওয়ার সুযোগ।

আবেদনের যোগ্যতা:

* আবেদনকারীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্ত পূরণ করতে হবে।
* স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ জমা দিতে হবে।
* এসএটি এবং এসিটি পরীক্ষায় ভালো স্কোর তুলতে হবে।

আবেদন পদ্ধতি:

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে। 


সর্বশেষ সংবাদ