ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে কাতারে স্নাতকের সুযোগ

দোহা ইনস্টিটিউট
দোহা ইনস্টিটিউট  © সংগৃহীত

বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার। নিরাপত্তার দিক থেকে দেশটি বিশ্বসেরা। শিক্ষার ক্ষেত্রেও তাদের বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে। আন্তর্জাতিক ছাত্রদের আকৃষ্ট করার জন্য প্রতিবছরই আকর্ষণীয় বিভিন্ন বৃত্তি দিয়ে থাকে কাতারের বিশ্ববিদ্যালয়গুলো। সেরকম একটি হচ্ছে কাতারের দোহা ইনস্টিটিউটের দেওয়া স্নাতক বৃত্তি। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সকল ধরনের টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়াও উপবৃত্তি, স্বাস্থ্যবীমা ও বিমান খরচ দেয়া হবে। এসব বৃত্তি দেয়া হবে মেধার ভিত্তিতে।

শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে মানবিক ও সামাজিক বিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিক্স ও সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যানিটারিয়ান স্টাডিজ অনুষদভূক্ত যে কোনো বিষয় নিয়ে স্নাতক পড়তে পারবেন।

সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।   
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
* ফ্রি আবাসন ব্যবস্থা।
* মাসিক উপবৃত্তি।
* স্বাস্থ্য বীমা।
* বিমানে আসা যাওয়ার খরচ।

আবেদনের যোগ্যতা:

* শিক্ষার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে।
* ইংরেজি দক্ষতার সার্টিফিকেট জমা দিতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৫.৫ পেতে হবে।
* বিভাগভেদে বিভিন্ন যোগ্যতার মানদণ্ড ওয়েবসাইটে দেয়া আছে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে। 


সর্বশেষ সংবাদ