গবেষণার জন্য সাড়ে ২১ লক্ষ টাকা বৃত্তি পাওয়ার সুযোগ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ০১:২২ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২১, ০১:২২ PM
গবেষণা কাজের জন্য অনুদান দিচ্ছে কিউএসআর ইন্টারন্যাশনাল রিসার্চ কমিউনিটি। বাংলাদেশসহ যে কোন দেশের গবেষক শিক্ষার্থীরা এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ নভেম্বর।
গবেষণা প্রস্তাবনা:
কিউএসআর কর্তৃক নির্ধারিত একটি একাডেমিক কমিটি গবেষণা প্রস্তাব পর্যালোচনা এবং মূল্যায়ন করবে। এতে তারা নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করবে-
* গবেষণা প্রস্তাবনার স্পষ্ট উপস্থাপন এবং বাস্তবসম্মত গবেষণা ধারণা ও বাজেট।
* গবেষণা প্রস্তাবের সমর্থনকারী একটি ভালো লিটারেচার রিভিউ।
* রিসার্চ ডিজাইন।
* তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা।
* আর প্রস্তাবনাটি যে কোনো একটির ক্ষেত্রে উদ্ভাবনী হলে অতিরিক্ত পয়েন্ট প্রদান করা হবে।
সুবিধাসমূহ:
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* ২ বছরের জন্য ২৫ হাজার মার্কিন ডলার গবেষণা অনুদান দেয়া হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ সাড়ে ২১ লক্ষ টাকা।
যোগ্যতার মানদণ্ড:
* প্রার্থীকে ২০১৩ থেকে ২০২০ এর মধ্যে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হবে।
* উচ্চশিক্ষার একটি প্রতিষ্ঠানে একাডেমিক অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে।
* একটি কোয়ালিটেটিভ এবং মিশ্র পদ্ধতি গবেষণা প্রকল্পের জন্য একটি গবেষণা প্রস্তাব থাকতে হবে।
* আবেদনকারীর বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি থাকতে হবে।
* আবেদনের ভাষা ইংরেজিতে হতে হবে।
* আবেদনকারীর প্রকল্পের উদ্যেশ্য ৭০% এবং আবেদনকারীর উপর ৩০% ভিত্তি করে মূল্যায়ন করা হবে।
* সম্পূর্ণ গবেষণা প্রস্তাবনা ১৭৫০ শব্দের মধ্যে হতে হবে।
* আবেদনকারীর প্রকল্পের উদ্যেশ্য ৭০% এর মধ্যে গবেষণা ধারণা ১০%, পটভূমি ১০%, প্রকল্পের বর্ণনা ১০%, পদ্ধতি ১০%, কন্ট্রিবিউশন টু নলেজ ১০%, উদ্ভাবন ১০% এবং কর্ম পরিকল্পনায় ১০%।
* সমস্ত খরচের একটি প্রস্তাবিত বাজেট।
* আবেদনকারীকে নিশ্চিত করতে হবে যে তার প্রতিষ্ঠান তার আবেদন সম্পর্কে সচেতন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তার যোগাযোগের বিবরণ প্রদান করতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।