০৯ অক্টোবর ২০২১, ১২:২২

ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করুন ইউকোহামা বিশ্ববিদ্যালয়ে

ইউকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাপানের উচ্চশিক্ষার মান বর্তমানে সারা বিশ্বেই সমাদৃত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য জাপানে পাড়ি জমাচ্ছেন। সামাজিক নিরাপত্তা, উন্নত জীবনমান এবং পড়ালেখার মান জাপানকে বাংলাদেশী শিক্ষার্থীদের পছন্দের শীর্ষস্থানে রেখেছে। জাপান যেতে আগ্রহী শিক্ষার্থীরা জাপানের ইউকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের দেয়া ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ পাবেন।

বাংলাদেশসহ জাপানের সাথে কুটনৈতিক সম্পর্ক আছে এমন যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। মেক্সট বৃত্তির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা, বিমান খরচসহ নানা ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

বৃত্তির জন্য আবেদন করতে হবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে।

স্নাতকোত্তরের সময়সীমা ২ বছর এবং পিএইচডির সময়সীমা ৩ বছর। মেক্সট স্কলারশিপ জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি স্কলারশিপ।

সুবিধাসমূহ:

স্নাতকোত্তরের শিক্ষার্থীরা প্রতি মাসে ১ লক্ষ ৪৪ হাজার ইয়েন পাবেন। বাংলাদেশী টাকায় এর পরিমাণ প্রায় ১ লক্ষ ৯ হাজার টাকা।

পিএইচডিতে প্রতি মাসে ১ লক্ষ ৪৫ হাজার ইয়েন দেয়া হবে, বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা।

দেওয়া হবে আসা-যাওয়ার বিমান খরচও।

বিশ্ববিদ্যালয় কর্তৃক বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করা হবে।

প্রতি মাসে ২ থেকে ৩ হাজার ইয়েন মাসিক বৃত্তিতে যোগ করা হবে।

কোন টিউশন ফি লাগবে না।

ভর্তি ফি লাগবে না।

আবেদনের যোগ্যতা:

জাপানের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে এমন যেকোনো দেশের আন্তর্জাতিক ছাত্র হতে হবে।

ইংরেজী ভাষা দক্ষতা স্কোর জমা দিতে হবে।

একজন আবেদনকারীর সাধারণত স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদন করার জন্য চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।

পিএইচডির জন্য আবেদন করার জন্য একজন আবেদনকারীর সাধারণত চার বছরের স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

যেভাবে আবেদন করতে হবে:

আবেদনের বিস্তারিত তথ্য পেতে ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বৃত্তি সংক্রান্ত নির্দেশিকা দেখুন এখানে