নারী গবেষকরা পাবেন সাড়ে ৪ লক্ষ টাকা পুরস্কার
নারীদের গবেষণায় আগ্রহী করতে আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করেছে অরগানাইজেশন ফর উইমেন ইন সায়েন্স ফর দ্যা ডেভেলপিং ওয়ার্ল্ড (ওডব্লিউএসডি)। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর নারী বিজ্ঞানীরা প্রতিযোগিতায় অংশ নিয়ে এ পুরস্কার জিততে পারবেন।
বিভিন্ন উন্নয়নশীল দেশে প্রযুক্তি, প্রকৌশল এবং গবেষণার কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ৫ জন নারীকে এ পুরস্কার দেয়া হবে। প্রতিজন পাবেন ৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এ প্রতিযোগিতার জন্য আবেদন করা যাবে।
২০১৩ সালে প্রথম এ প্রতিযোগিতা চালু হয়। এরপর থেকে প্রতি বছর ৫ জন নারীকে তারা পুরস্কৃত করে সংস্থাটি।
সুবিধা:
• প্রত্যেক বিজয়ী পাঁচ হাজার মার্কিন ডলার পুরস্কার পাবেন।
• আগামী ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের বোস্টনে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স এর বার্ষিক সভায় যোগ দিতে পারবেন। এজন্য দেয়া হবে সমস্ত খরচ।
যোগ্যতা:
• আবেদনকারীকে নারী হতে হবে।
• গত ১০ বছরের মধ্যে বৈজ্ঞানিক বিষয়ে পিএইচডি করেছেন এমন কেউ।
• বর্তমান বৈজ্ঞানিক গবেষণা জলবায়ু কর্মক্ষেত্র এবং পরিবেশের সাথে সম্পর্কিত হতে হবে।
• আবেদনকারীদের অবশ্যই তাদের গবেষণা কীভাবে জলবায়ু ক্রিয়া এবং পরিবেশের ক্ষেত্রে অবদান রাখে তা প্রদর্শন করতে হবে।
গবেষণার ক্ষেত্র:
এগ্রিকালচারাল সায়েন্সেস; অ্যাস্ট্রোনমি, স্পেস এন্ড আর্থ সায়েন্সেস; বায়োলজিকাল সিস্টেম এন্ড অরগানিজমস; কেমিকেল সায়েন্সেস; কম্পিউটিং এন্ড ইনফরমেশন টেকনোলজি; ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস; ম্যাথমেটিক্যাল সায়েন্সেস; মেডিকেল এন্ড হেলথ সায়েন্সেস; ফিজিক্স এবং স্ট্রাকচারাল, সেল এন্ড মলিকিউলার বায়লজি।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও আবেদন করতে ক্লিক করুন এই লিংকে।