০৭ অক্টোবর ২০২১, ১১:২০

স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ে

ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য একসময় বিলেতে পড়তে যাওয়াই ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম পছন্দ। কারণ সেখানে বিদেশি শিক্ষার্থীদের জন্য পড়াশোনা শেষে দুই বছর কাজের সুযোগ ছিল। মাঝে কিছুদিন বন্ধ থাকলেও বছর দুয়েক আগে তা আবার চালু হয়েছে।

বিদেশী শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে এ জন্য যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো প্রতি বছর বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে। তেমনি একটি সুযোগ ‍দিচ্ছে ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়। বৃত্তি নিয়ে বিশ্বের যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে মাস্টার্স করার সুযোগ পাবেন।

দুই বছর মেয়াদী এ কোর্সটিতে প্রথম সেমিস্টারে ২ হাজার ডলার প্রদান করা হবে। স্কলারশিপের জন্য আবেদনের শেষ সময় আগামী ১৯ নভেম্বর।

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৩৮ সালে একটি পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে যাত্রা শুরু করে। পরে ১৯৯২ সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় ওয়েস্টমিনস্টার।

সুবিধাসমূহ:

* যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* প্রথম সেমিস্টারে ২ হাজার ডলার প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:

* স্নাতকোত্তরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার রাখতে হবে।
* পূর্বে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে না।
* যুক্তরাজ্যের একাডেমিক স্কোর অনুযায়ী স্নাতকে ২:১ থাকতে হবে।
* বিশ্ববিদ্যালয়ে ভর্তির মানদণ্ড পূরণ করতে হবে।
* ইংরেজী ভাষা দক্ষতার স্কোর জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া:

আবেদন ফরম পেতে ক্লিক করুন এই লিংকে। স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে।