পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডা সরকার, মিলবে ৪৩ লক্ষ টাকা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ০৪:২৩ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২১, ০৪:২৩ PM
উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে কানাডা। কানাডার নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ডিগ্রিসমূহ বিশ্বমানের তো বটেই, আমেরিকা এবং কমনওয়েলথভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিরও সমতুল্য। তাছাড়া পড়াশোনা চলাকালীন কানাডার নাগরিকত্বও পাওয়ার সুযোগ রয়েছে। কানাডা সরকারও আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে নানা ধরণের স্কলারশিপ দিয়ে থাকে। তেমনি সর্বাধিক জনপ্রিয় একটি বৃত্তি হচ্ছে ভেনিয়ার কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ।
আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের কানাডায় পড়ালেখা করার সুযোগ করে দিতেই কানাডার সরকার এ বৃত্তি দিয়ে থাকে। হেলথ রিসার্চ, ন্যাচারাল সাইন্স রিসার্চ, ইঞ্জিনিয়ারিং সাইন্স রিসার্চ, সোশ্যাল সাইন্স রিসার্চ ও হিউমানিটি রিসার্চ এর উপর পিএইচডি করা যাবে এ স্কলারশিপের আওতায়। আবেদন করা যাবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা প্রতিবছর ৪৩ লক্ষ টাকা পাবেন। প্রতিবছর মোট ১৬৬ টি বৃত্তি দেয়া হয়। বৃত্তির মেয়াদ তিন বছর।
সুবিধাসমূহ
* যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
* এই স্কলারশিপের আওতায় প্রত্যেক শিক্ষার্থীকে বছরে ৫০ হাজার ডলার দেওয়া হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ৪৩ লক্ষ টাকা।
আবেদনের যোগ্যতা
* প্রথমে কানাডিয়ান কোন একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে।
* সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড পূরণ করতে হবে।
* ভেনিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ এর কোটা আছে কানাডার এমন একটি প্রতিষ্ঠান দ্বারা মনোনীত হতে হবে।
* রিসার্চ এবিলিটি (জার্নাল, পাবলিকেশন) থাকতে হবে।
* ইংরেজী ভাষা দক্ষতা পরীক্ষার স্কোর দেখাতে হবে।
* কমিউনিকেশন ও লিডারশিপ দক্ষতা থাকতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই পিএইচডি প্রোগ্রামের জন্য অন্য কোনও পুরষ্কার, বৃত্তি বা তহবিল গ্রহণ করা হবে না।
আবেদনের প্রক্রিয়া বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।