পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে স্লোভাকিয়া সরকার
স্লোভাকিয়া। বিশ্বের উন্নত এবং আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার এ দেশটি প্রাকৃতিক সৌন্দর্যেও অনন্য। পাহাড়, দুর্গ আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর সারা পৃথিবী থেকে অসংখ্য পর্যটক যান এ দেশটিতে।
পড়াশোনায়ও দেশটি বিশ্বসেরা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দারুণ সব সুবিধা দিয়ে থাকে স্লোভাকিয়া সরকার। দেশটির ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রামের অধীনে পিএইচডি করার জন্য দেওয়া স্কলারশিপ তেমনি একটি আকর্ষণীয় বৃত্তি। পিএইচডি শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষকরা এ স্কলারশিপের আওতাভূক্ত হবেন।
শিক্ষার্থীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
স্লোভাকিয়া প্রজাতন্ত্রের শিক্ষা, বিজ্ঞান, গবেষণা ও ক্রিয়া মন্ত্রণালয়ের অর্থায়নে দেওয়া এই স্কলারশিপটির আওতায় প্রতি মাসে ৩৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। এ স্কলারশিপ নিয়ে শিক্ষার্থীরা স্লোভাকিয়ার যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন।
সুবিধাসমূহ:
• পিএইচডির শিক্ষার্থীরা প্রতি মাসে ৫৮০ ইউরো পাবেন। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ৫৮ হাজার টাকা।
• বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা গবেষক হিসেবে ১০ বছরের কম অভিজ্ঞতা থাকলে প্রতি মাসে ৮৫০ ইউরো দেয়া হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ ৮৫ হাজার টাকা।
• ১০ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে প্রতি মাসে ১০০০ ইউরো বা বাংলাদেশী টাকায় ১ লক্ষ টাকা দেয়া হবে।
আবেদনের যোগ্যতা:
• স্লোভাকিয়া ব্যাতীত অন্য দেশের নাগরিক হতে হবে।
• স্নাতক ও স্নাতকোত্তর শেষ করতে হবে।
• প্রার্থীদের অবশ্যই তাদের ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করতে হবে।
যেভাবে আবেদন করতে হবে:
অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।