০৪ অক্টোবর ২০২১, ১৬:২৪

টিউশন ফি ছাড়াই জাপানে স্কলারশিপ, বৃত্তি সাড়ে ৩৭ লক্ষ টাকা

কিয়োটো ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড সায়েন্স  © সংগৃহীত

শিক্ষার সুন্দর পরিবেশ, বন্ধুভাবাপন্ন সংস্কৃতি আর চমৎকার আবহাওয়ার জন্য বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের পছন্দের শীর্ষে থাকে সূর্যোদয়ের দেশ জাপান। বাংলাদেশের নিঃস্বার্থ বন্ধু জাপান স্বাধীনতার সময় থেকেই সুখে-দুঃখে পাশে আছে। তাই দেশটিতে স্কলারশিপ নিয়ে পড়তে যাবার জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের রয়েছে বিশেষ আগ্রহ।   

দেশটিও আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করত দিয়ে থাকে বিভিন্ন আকর্ষণীয় স্কলারশিপ। তেমনি একটি স্কলারশিপ নিয়ে জাপানের কিয়োটো ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড সায়েন্সে পড়তে পারেন স্নাতকে আগ্রহী শিক্ষার্থীরা।

চার বছর মেয়াদী এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এ স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। থাকবে উপবৃত্তি হিসেবে প্রতি বছর ৯ লক্ষ ২৩ হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ। অর্থাৎ ৪ বছরে এর পরিমাণ দাঁড়াবে প্রায় ৩৭ লক্ষ টাকা। লাগবে না কোনো ভর্তি ফিও।

শিক্ষার্থীরা প্রকৌশল অনুষদভুক্ত মেকানিক্যাল এন্ড ইলেক্ট্রিক্যাল সিস্টেমস বিভাগে পড়াশোনা করতে পারবেন এই স্কলারশিপ নিয়ে।

জাপানের কিয়োটো শহরে অবস্থিত কিয়োটো ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড সায়েন্স শিক্ষা ও গবেষণায় বিশ্বের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয় হিসেবে সমাদৃত।

সুবিধাসমূহ: 

* ১০০ ভাগ টিউশন ফি মওকুফ।
* উপবৃত্তি হিসেবে প্রতি বছর ১২ লক্ষ ইয়েন (জাপানী মুদ্রা) দেয়া হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ ৯ লক্ষ ২৩ হাজার টাকা।
* ভর্তি ফি লাগবে না।

যোগ্যতার মানদণ্ড:

যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* কলেজ থেকে ভালো ফলাফল নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
* ন্যূনতম ১৮ বছর বয়সী হতে হবে।
* ইংরেজী ভাষা দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ কমপক্ষে ৫.৫, টোয়েফল আইবিটি তে ৭৫ বা পিটিই তে ন্যূনতম ৫০ স্কোর পেতে হবে।
* প্রকৌশল অনুষদের শিক্ষার্থী হতে হবে।
* বৃত্তিপ্রাপ্তদের প্রতি সেমিস্টারে একাডেমিক পারফরম্যান্স পর্যালোচনা করা হবে। শিক্ষার্থীরা মৌলিক * প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হলে স্কলারশিপ থেকে প্রত্যাহার করা হবে।

আবেদন প্রক্রিয়া:

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টালে লগইন করে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এই লিংকে। বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে