মাত্র ২০ ভাগ টিউশন ফি দিয়ে দক্ষিণ কোরিয়ায় স্নাতকের সুযোগ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১২:১৯ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২১, ১২:৩০ PM
দক্ষিণ কোরিয়া উত্তর-পূর্ব এশিয়ার একটি প্রভাবশালী দেশ। নব্বই দশকের পর থেকে দক্ষিণ কোরিয়া জ্ঞান-বিজ্ঞানে অনেক বেশি এগিয়েছে। তারা প্রায় সব ধরণের কাজই অনলাইনে করে থাকে। দেশটির সব প্রাঙ্গণে খুঁজে পাওয়া যায় প্রযুক্তির ছোঁয়া। নিরাপত্তা ও সামাজিক শিষ্টাচারের ক্ষেত্রেও দেশটির মানুষজন অনন্য। বিশ্বমানের পড়াশোনা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া ইউরোপ-আমেরিকার চেয়ে কোনো অংশে কম নয়। তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া অবশ্যই পছন্দের তালিকায় শীর্ষে থাকবে।
স্নাতকে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার মায়োংজি বিশ্ববিদ্যালয়। এ স্কলারশিপের আওতায় ৮০ ভাগ পর্যন্ত টিউশন ফি মওকুফ করা হবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশসহ সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ স্কলারশিপের ক্ষেত্রে আবেদনকারীর দক্ষিণ কোরিয়ার ভাষা দক্ষতা পরীক্ষা দিতে হবে।
১৯৪৮ সালে মায়োংজি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। এটি একটি বেসরকারি খ্রিস্টান বিশ্ববিদ্যালয় যা প্রকৌশল, বিজ্ঞান এবং মানবিক ক্ষেত্রে উচ্চশিক্ষা প্রদান করে।
সুবিধাসমূহ:
যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। ৮০ ভাগ পর্যন্ত টিউশন ফি মওকুফ করা হবে।
টোপিক (কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা) স্কোরের উপর স্কলারশিপের পরিমাণ নির্ভর করবে।
টোপিক লেভেল ৩ এর উপর পেলে ৪০ ভাগ প্রদান করা হবে।
টোপিক লেভেল ৪ এর উপর পেলে ৬০ ভাগ প্রদান করা হবে।
টোপিক লেভেল ৫ এর উপর পেলে ৭০ ভাগ প্রদান করা হবে।
টোপিক লেভেল ৬ এর উপর পেলে ৮০ ভাগ প্রদান করা হবে।
যোগ্যতা:
আবেদনকারীদের অবশ্যই কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষার স্কোর দেখাতে হবে। কমপক্ষে লেভেল ৩ অর্জন করতে হবে। একটি শক্তিশালী উচ্চমাধ্যমিক ফলাফল অর্জন করতে হবে।
যেভাবে আবেদন করতে হবে:
আবেদনকারীরা তাদের আবেদন বিশ্ববিদ্যালয়ের পোর্টালের মাধ্যমে জমা দিতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন ।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।