স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রিয়া
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১২:১২ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২১, ১২:১২ PM
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি অস্ট্রিয়া। প্রায় ৯০ লক্ষ মানুষের এ দেশটি প্রাকৃতিকভাবে যেমন সুন্দন তেমনি শিক্ষার মানের দিক থেকেও অসাধারণ। জীবনযাত্রার মান এবং যোগাযোগ ব্যবস্থার দিক থেকে অনেক উন্নত। শান্তিপ্রিয় এ দেশটিতে অপরাধ নেই বললেই চলে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশিরভাগ মানুষেরই ইউরোপে যাওয়ার স্বপ্ন থাকে। আর ইউরোপের দেশ অস্ট্রিয়া প্রতিবছরই লোভনীয় সব স্কলারশিপ দিয়ে থাকে।
স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রিয়া সরকার। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। অস্ট্রিয়ান ফেডারেল মিনিস্ট্রি অফ এডুকেশন, সায়েন্স অ্যান্ড রিসার্চ (বিএমবিডব্লিউএফ) এর অর্থায়নে এ স্কলারশিপ দেয়া হচ্ছে। বংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
৪ মাস মেয়াদী এ স্কলারশিপের আওতায় মাসিক উপবৃত্তি, স্বাস্থ্যবীমা ও বিমান খরচসহ নানান সুযোগ সুবিধা দেয় হবে। এটি অস্ট্রিয়ার একটি স্বল্পমেয়াদী গবেষণা অনুদান।
আবেদনকারীরা ন্যাচারাল সায়েন্স, টেকনিক্যাল সায়েন্স, হিউম্যান মেডিসিন, স্বাস্থ্য বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, মানবিক ও চারুকলায় স্কলারশিপ নিয়ে গবেষণা করতে পারবেন।
সুবিধাসমূহ:
প্রতিমাসে ১ হাজার ৫০ ইউরো দেয়া হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ ১ লক্ষ ৫ হাজার টাকা।
স্বাস্থ্যবীমার খরচ স্কলারশিপ কর্তৃপক্ষ বহন করবে।
ইউরোপীয় ইউরিয়নের বাইরের দেশের শিক্ষার্থীদের ভ্রমণ ভাতা দেয়া হবে।
আবেদনের যোগ্যতা:
অস্ট্রিয়ান নাগরিক ছাড়া সব জাতীয়তার জন্য উন্মুক্ত।
স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং পিএইচডি প্রোগ্রামের জন্য স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পিএইচডির জন্য ৪০ এর নিচে বয়স হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে আবেদনের জন্য ৩৫ এর নিচে বয়স হতে হবে।
যেভাবে আবেদন করতে হবে:
অনলাইনে ফরম পূরণ করে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।
আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।