শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মাইক্রোসফট
টেক জায়ান্ট মাইক্রোসফট কিংবা গুগলের সাথে কাজ করা অনেকেরই স্বপ্ন। এবার শিক্ষার্থীদের সে স্বপ্ন পূরণের সুযোগ দিচ্ছে মাইক্রোসফট করপোরেশন। প্রতিষ্ঠানটি বর্তমান শিক্ষার্থীদের বেতনসহ ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে।
বাংলাদেশসহ বিশ্বের যেকোন দেশের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। কাজভেদে তাদেরকে দেয়া হবে নির্দিষ্ট বেতন। ৬ মাস বা ১ বছর মেয়াদী এই ইন্টার্নশিপের কাজের ক্ষেত্র হবে যুক্তরাষ্ট্র এবং কানাডায়।
ইন্টার্নশিপ আবেদনের জন্য কোনো ফি লাগবে না। এছাড়া আইইএলটিএস বা টোয়েফল স্কোর প্রদর্শনেরও দরকার হবে না চমৎকার এই সুযোগটির জন্য।
ইন্টার্নশিপ এরিয়া:
* ইউএক্স ডিজাইন
* সাপ্লাই চেইন
* ইঞ্জিনিয়ারিং
* হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং
* ডেটা এবং অ্যাপ্লাইড সায়েন্স
* আইটি অপারেশন
* ফাইন্যান্স
* মার্কেটিং
* সেলস
সুবিধা:
ইন্টার্নশিপে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের দেওয়া হবে মাসিক বেতন। সাথে দেওয়া হবে যাতায়াত ভাতাও। আবেদন করতে লাগবে না কোন ফি। লাগবে না কোন আইইএলটিএস কিংবা টোয়েফল স্কোর। তবে যেহেতু আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে কাজ করতে হবে স্বাভাবিকভাবেই ইংরেজির ও প্রযুক্তিগত ন্যূনতম প্রয়াজনীয় দক্ষতা থাকতে হবে।
যোগ্যতা:
একটাই বিশেষ যোগ্যতা- আবেদনকারীদের স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডিতে বর্তমানে অধ্যায়নরত শিক্ষার্থী হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনেই এই সম্মানজনক ইন্টার্নশিপে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।