বৃত্তি নিয়ে স্নাতক করুন যুক্তরাষ্ট্রে

ক্যালিফোর্নিয়া ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়
ক্যালিফোর্নিয়া ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

স্নাতকে স্কলারশিপের সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির নিজস্ব পলিসি অনুযায়ী এ স্কলারশিপের আবেদনের জন্য নির্দিষ্ট কোন সময়সীমা নেই। তবে আগামী ১ ডিসেম্বরের মধ্যে আবেদনকারীদের প্রাধান্য দেয়া হবে। আর ৩১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করলে কোন ফি লাগবে না।

শিক্ষার্থীদের শক্তিশালী একাডেমিক রেকর্ড এর উপর ভিত্তি করে এই বৃত্তি দেওয়া হবে।

১৯৫০ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্যালিফোর্নিয়া ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপ দিয়ে আসছে।

সুবিধা:

যেকোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের শিক্ষা সম্পন্ন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র শিক্ষা তহবিল প্রদান করবে।

যোগ্যতা:

আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক ছাত্র হতে হবে।

আবেদনকারীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।

ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে।

সহায়ক ডকুমন্টেস, যেমন- একাডেমিক সনদ, সিভি, একটি ব্যক্তিগত বিবৃতি এবং পাসপোর্টের অনুলিপি ইত্যাদি প্রদান করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

আবেদনকারীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে হবে। তারপরে উপরোল্লেখিত তথ্যাদি ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় প্রেরণ করতে হবে। স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।  


সর্বশেষ সংবাদ