ওআইসি বৃত্তি নিয়ে পড়ুন পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়ে
কোন ধরনের টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যায়নের সুযোগ দিচ্ছে পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ ওআইসিভুক্ত ৫৭টি সদস্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ ডিসেম্বর।
এ স্কলারশিপের অধীনে কমস্যাটস বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীরা কয়েকটি বিভাগে পড়তে পারবেন। বিভাগগুলো হচ্ছে- কম্পিউটার সায়েন্স, ম্যানেজমেন্ট সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, জীববিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান এবং আবহাওয়াবিদ্যা।
আবার এসব বিভাগের অধীনে স্নাতকোত্তর শ্রেণির জন্য মোট ৪৩টি এবং পিএইচডি শ্রেণির জন্য ১৮টি আলাদা বিষয় রয়েছে। শিক্ষার্থীরা এর মধ্য থেকে যে কোন পছন্দের বিষয়ে পড়াশোনা করতে পারবেন।
ইসলামাবাদে অবস্থিত এই কমস্যাটস বিশ্ববিদ্যালয় প্রতিবছর মোট ১০০টি স্কলারশিপ দেয়। এরমধ্যে ওআইসির জন্য ৫০টি এবং দ্যা ইসলামিক এডুকেশনাল, সায়েন্টিফিক এন্ড কালচারাল অরগানাইজেশন (আএসইএসসিও) এর জন্য বাকি ৫০টি বৃত্তি দেয়া হয়।
সুবিধা:
বৃত্তির অধীনে ১০০ ভাগ টিউশন ফি মওকুফ করা হবে।
যোগ্যতা:
ওআইসিভুক্ত ৫৭ টি দেশের নাগরিক হতে হবে।
উচ্চতর একাডেমিক রেজাল্ট।
আবেদনের প্রক্রিয়া:
বিষয়ভেদে আবেদনের যোগ্যতার ভিন্নতা রয়েছে। যোগ্যতায় ঠিক থাকলে কমস্যাটস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
বৃত্তির বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
আর আবেদন করতে ক্লিক করুন এই লিংকে।