পিএইচডির জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড
পিএইচডির জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়। একাডেমিক মেধার ভিত্তিতে এ বৃত্তি প্রদান করা হবে। কোর্সের মেয়াদ ৩ বছর।
বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১ নভেম্বর পর্যন্ত।
এ স্কলারশিপের অধীনে শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে প্রতিষ্ঠানটি। এছাড়া বাৎসরিক একটি উপবৃত্তিও দেয়া হবে। যে শিক্ষার্থীরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনা শুরু করেছে তারাও বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা:
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
* ২৭ হাজার ৫০০ নিউজিল্যান্ড ডলারের একটি বার্ষিক উপবৃত্তি। বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা।
আরও পড়ুন: স্নাতকোত্তর ও পিএইচডি করুন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে
আবেদনের যোগ্যতা:
* সকল দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
* অবশ্যই চার বছরের স্নাতক ডিগ্রি এবং একটি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
* স্নাতক ও স্নাতকোত্তরে নূন্যতম সিজিপিএ ৩.০০ পয়েন্ট থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ দিতে হবে। আইইএলটিএসের ক্ষেত্রে ন্যূন্যতম ৬.৫ থাকতে হবে।
যেভাবে আবেদন করবেন:
অনলাইনের ওয়েলিংটন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এই লিংকে। বৃত্তির বিষয়ে বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে।