ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৩ AM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৩ AM
স্নাতকোত্তর ও পিএইচডি করতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ অন্য সব দেশের শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর।
অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) এর আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি ও জীবনযাত্রার খরচ বহন করবে দেশটির ফেডারেল সরকার। স্নাতকোত্তরের মেয়াদ ২ বছর এবং পিএইচডির মেয়াদ ৩ বছর।
এ বিশ্ববিদ্যালয়টি মূলত গবেষণাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। প্রায় ১০০টি দেশের ২৩ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, যার ৪০ ভাগই বিদেশি শিক্ষার্থী। অস্ট্রেলিয়ার বাইরে দুবাই এবং সিঙ্গাপুরেও দুটি ক্যাম্পাস রয়েছে প্রতিষ্ঠানটির।
সবিধাসমূহ:
* কোন টিউশন ফি লাগবে না।
* জীবনযাত্রা ভাতা বাবদ ৩০ হাজার অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৮ লক্ষ ৬৩ হাজার টাকা।
* প্রদানকৃত ভাতা করমুক্ত থাকবে।
* যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
যোগ্যতা:
* আবেদনকারীর একটি প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রী, বা একটি উল্লেখযোগ্য থিসিস উপাদান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
* আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক ছাত্র হতে হবে
*ইংরেজি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।
যেভাবে আবেদন করবেন:
এ বৃত্তির আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমেই বিনামূল্যে সম্পন্ন করা যাবে। স্কলারশিপের জন্য আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।