স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

স্নাতকে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া
স্নাতকে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া  © সংগৃহীত

স্নাতকে বিনামূল্যে পড়ার সুযোগ দিচ্ছে কোরিয়ান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কাইস্ট)। আগামী ২২ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষার্থীরা দক্ষিণ কোরিয়ার এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, জীবনযাত্রার ব্যয় এবং হেলথ ইন্স্যুরেন্স বহন করবে প্রতিষ্ঠানটি। এ বৃত্তিটির উদ্দেশ্য দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নরত সবচেয়ে মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তা করা।

কাইস্ট দক্ষিণ কোরিয়ার প্রথম গবেষণাভিত্তিক বিজ্ঞান ও প্রকৌশল প্রতিষ্ঠান। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার ডেইজিওনে অবস্থিত।

সুযোগ-সুবিধা:

• ৮ টি সেমিস্টারের জন্য সম্পূর্ণ টিউশন ফি। 
• আবাসন খরচের জন্য প্রতিমাসে ৩ লক্ষ ৫০ হাজার ওন (প্রায় ২৬ হাজার টাকা) দেয়া হবে।
• চিকিৎসার জন্য দেয়া হবে স্বাস্থ্য বীমা। 

আবেদনের শর্ত:

• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
• দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা আবেদন করতে পারবে না।
• আবেদনকারীকে জিপিএ-৫ এর মধ্যে নূন্যতম ৩.১৩ পেতে হবে।
• কোরিয়ান নাগরিকত্বধারী প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই কোরিয়ার বাইরে পড়ালেখা থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: নিম্নোক্ত ডকুমেন্টগুলো অনলাইনে জমা দিতে হবে-

• আবেদনপত্র
• একটি সুপারিশপত্র
• পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি
• ইংরেজি দক্ষতা পরীক্ষার সার্টিফিকেট
• স্ট্যান্ডার্ডাইজড অফিসিয়াল টেস্ট স্কোর রিপোর্ট
• আর্থিক সম্পদের বিবরণ

যেভাবে আবেদন করবেন: প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেইস্ট বৃত্তির জন্য অনলাইন আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে। তারপর আবেদন ফি পরিশোধ করে তা স্ক্যান করে নথিগুলো অনলাইনে জমা দিতে হবে। স্কলারশিপ ও আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে এখানে  ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ