ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে ভার্চুয়াল ফেয়ার ১১ সেপ্টেম্বর

ব্রিটিশ কাউন্সিল
ব্রিটিশ কাউন্সিল  © সংগৃহীত

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে আগামী ১১ সেপ্টেম্বর স্টাডি ইউকে ভার্চুয়াল ফেয়ারের তৃতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে । সোমবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১১ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠেয় স্টাডি ইউকে ভার্চুয়াল ফেয়ারে দক্ষিণ এশিয়ার চারটি দেশ- বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালের অংশগ্রহণকারীরা যুক্তরাজ্যে অধ্যয়ন এবং ক্যারিয়ার গঠনের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া, শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন ফ্যাকাল্টি লিডার ও প্রোভাইডারদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবেন।

ভার্চুয়াল এ ফেয়ারে শিক্ষার্থীরা প্রশ্ন পোস্ট করতে পারবেন, চ্যাট রুম ভিজিট করতে পারবেন, ক্যাটালগ ডাউনলোড করতে পারবেন এবং বিজনেস কার্ড বিনিময়ের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে ভার্চুয়াল ফেয়ারে নিবন্ধন করতে পারবেন।

যুক্তরাজ্যের ২৮টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান (৯টি রাসেল গ্রুপ ইউনিভার্সিটিসহ), ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস, ইউকে ভিসা এবং ইমিগ্রেশনের (ইউকেভিআই) প্রতিনিধিরা এ ভার্চুয়াল ফেয়ারে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণকারীদের কোর্স, ভর্তি প্রক্রিয়া, বৃত্তি এবং আরও অন্যান্য বিষয়ে নির্দেশনামূলক সহায়তা দেবেন।

এর আগে গত বছরের অক্টোবরে প্রথম এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে আঞ্চলিক পরিসরে স্টাডি ইউকে ভার্চুয়াল ফেয়ারের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল ফেয়ারের বিস্তারিত এবং শিক্ষার্থীরা কীভাবে উন্নতমানের অভিজ্ঞতা পেতে পারেন, সে বিষয়ে জানা যাবে তাদের ওয়েবসাইটে


সর্বশেষ সংবাদ