স্কলারশিপ দিচ্ছে হংকংয়ের ৮ বিশ্ববিদ্যালয়, আবেদন শেষ ১ ডিসেম্বর

হংকংয়ের ৮টি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ফেলোশিপ
হংকংয়ের ৮টি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ফেলোশিপ  © সংগৃহীত

হংকংয়ের ৮টি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ গ্রান্ড কাউন্সিলের অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ঘোষণা করেছে। এ বছর ৩’শ জন আবদনকারীকে তিন বছর মেয়াদে এই পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে।

সুযোগ সুবিধাসমূহ

১. বৃত্তির আওতায় প্রতি বছর ৪১,৪০০ মার্কিন ডলার দেওয়া হবে এবং কনফারেন্স ও পিএইচডি রিলেটেড ভ্রমণের জন্য দেওয়া হবে ১,৭৩০ মার্কিন ডলার।
২. বৃত্তির মেয়াদ হবে তিন বছর। যদি কারো ক্ষেত্রে আরও বেশি সময়ের প্রয়োজন হয় তাহলে তিন বছর শেষে যে বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সহযোগিতা পাওয়া যাবে।

আবেদনের যোগ্যতা

* ভালো একাডেমিক রেজাল্ট।
* গবেষণার কাজে ভালো সক্ষমতা থাকতে হবে।
* যোগোযোগের দক্ষতা এবং
* নেতৃত্ব গুণাবলী থাকতে হব।

আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২১।


সর্বশেষ সংবাদ