ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে যাচ্ছে ড্যাফোডিল ছাত্রী মারশা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ আগস্ট ২০২১, ০৭:২৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২১, ০৭:২৩ PM
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী মারশা আহমেদ যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজ ইনভাইটেশন প্রোগ্রাম (সিসিআইপি) স্কলারশিপ পেয়েছে।
এটি একটি ফুল ফান্ডেড বৃত্তি। এই বৃত্তির অধীনে সে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেমস টাউন কমিউনিটি কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে দুইটি সেমিস্টার অধ্যয়ন করবে। যুক্তরাষ্ট্র সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে এই বৃত্তি প্রদান করা হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি বছর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক বা একাধিক শিক্ষার্থী এই সম্মানজনক বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে যাচ্ছে।
সিসিআইপি বৃত্তির অধীনে রয়েছে প্রফেশনাল ডেভলপমেন্ট ট্রেনিং, ইন্টার্নশিপ, কমিউনিটি এনগেজমেন্ট কর্মশালা, সমাজসেবামূলক কাজ, মার্কিন সংস্কৃতি সম্পর্কে জানা ইত্যাদি।
এ ধরনের বৃত্তি পেতে আবেদন প্রক্রিয়ায় সমস্ত কাজে শিক্ষার্থীদের সহায়তা করে থাকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগ।