কলম্বিয়ায় বিনামূল্যে মাস্টার্স-পিএইচডির সুযোগ, আবেদন চলছে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ঘোষণা করেছে কলম্বিয়া। দেশটির সরকারি এ বৃত্তিটিতে বিনামূল্যে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের চলতি বছরের ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
স্কলারশিপ ২০২০-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব-মানের উচ্চতর শিক্ষা এবং গবেষণার সুযোগ রয়েছে। বৃত্তিটির সময়কাল মাস্টার্স প্রোগ্রামের জন্য ২৪ মাস এবং ডক্টরেট প্রোগ্রামের জন্য ৩৬ মাস।
সুযোগ সুবিধাসমূহ: কলম্বিয়া সরকারী বৃত্তি একটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি। বৃত্তিটি যেসকল সুবিধা প্রদান করবে-
* টিউশন ফি মওকুফ,
* উপবৃত্তি,
* একাডেমিক সামগ্রীর জন্য মাসিক ভাতা,
* স্বাস্থ্য বীমা।
আবেদনের যোগ্যতা:
* যে কোনও দেশ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন।
* প্রার্থীদের অবশ্যই বিদেশি নাগরিক হতে হবে।
* প্রার্থীদের বয়স ৫০ বছরের কম হবে।
* প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে।
* এই বৃত্তির জন্য আবেদনের জন্য প্রার্থীদের কলম্বিয়ান স্কেল হিসাবে * ৫.০ এর মধ্যে গড়ে গড়ে ৪.০ থাকতে হবে বা সমমানের হতে হবে।
* প্রার্থীদের শারীরিক ফর্মের প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই বোগোটায় আইসিইটিইএক্স অফিসগুলোতে জমা দিতে হবে (ঠিকানা: Carrera 3 No. 18-32)।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশসহ অন্যান্য দেশ।
আবেদন পদ্ধতি: আবেদনে জন্য প্রয়োজনীয় কাগজপত্র-
* প্রস্তাবের একাডেমিক লেটার।
* কলম্বিয়ার বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির চিঠি।
* সিভি
* স্প্যানিশ ভাষা দক্ষতা।
* একাডেমিক রচনা।
* একাডেমিক ট্রান্সক্রিপ্টের নোটারাইজড কপি।
* পাসপোর্টের একটি অনুলিপি।
* পেশাদার অভিজ্ঞতার শংসাপত...
* স্বাস্থ্যগত শংসাপত্র।
আবেদন করতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ডিসেম্বর ২০, ২০২১