ইউজিসির প্রফেসরশিপ পদে নিয়োগ দেয়া হবে অবসরপ্রাপ্ত ৫ অধ্যাপককে

প্রফেসরশিপ নিয়োগ
প্রফেসরশিপ নিয়োগ  © লোগো

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষকতা, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে অবদান রাখা অবসরপ্রাপ্ত অধ্যাপকদের কাছ থেকে প্রফেসরশিপের জন্য জীবন বৃত্তান্ত আহবান করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। কমিশনে উপ-পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহবান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষকতা, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে অবদান রেখেছেন এবং এখনো শিক্ষা/গবেষণা/প্রকাশনা কার্যক্রম অব্যাহত রাখতে ইচ্ছুক ও সক্ষম দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের এমন সকল অবসরপ্রাপ্ত অধ্যাপকদের মধ্য থেকে ৫ জনকে ২ বছরের জন্য নিয়োগ দেবে ইউজিসি। নিয়োগটি ইউজিসি প্রফেসরশিপ নীতিমালার আলোকে সম্পন্ন হবে।

নোটিসে আরও বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে ১ জন অবসরপ্রাপ্ত অধ্যাপকের নাম জীবন বৃত্তান্তসহ পরিচালক, রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের বরাবর ডাকযোগে এবং ই-মেইলে (director_research@ugc.gov.bd) আগামী ৩০ জুনের মধ্যে প্রেরণ করার জন্য।

ইউজিসি প্রফেসরশিপ নীতিমালা ও সার্কুলার ইউজিসির ওয়েবসাইটে (www.ugc.gov.bd) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ