ফুল ফ্রিতে বিশ্বের সেরা ৬টি স্কলারশিপের আবেদন চলছে

  © ফাইল ফটো

প্রতিবছরই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পড়তে যাওয়া শিক্ষার্থী-গবেষকের সংখ্যা কম নয়। এই পড়াশোনা বিনামূল্যে করতে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপের ব্যবস্থা করে থাকে।

তেমন ৬টি স্কলারশিপ রয়েছে যেগুলোর মাধ্যমে পড়তে গেলে পকেট থেকে এক টাকাও খরছ হবে না শিক্ষার্থীদের। আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে এসব স্কলারশিপ দেওয়া হয়। এসব স্কলারশিপ কয়েকটি এ মাসে, কয়েকটি আগামী মাসের মধ্যে আবেদনের সময় শেষ হয়ে যাবে।

এই ৬টি স্কলারশিপে আবেদন থেকে শুরু করে পড়া শেষ পর্যন্ত শিক্ষার্থী নানা সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। প্রতিবছর ৪ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের এসব স্কলারশিপে শিক্ষার্থীরা টিউশন ফি, মেডিকেল ফি, ভিসা ফি এবং মাসে হাত খরচের অর্থও পান।

১) কাতারের হাম্মাদ বিন খলিফা ইউনির্ভাসিটি স্কলারশিপ
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এ বছরে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদন করা যাবে দোহায় অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ে। এ স্কলারশিপের জন্য আইএলটিএস বা টোফেল লাগবে না। এ বছরের ১ ফেব্রুয়ারির মধ্য এ স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। স্নাতকে পড়ার জন্য আবাসনের সঙ্গে পাঁচ হাজার কাতারি রিয়েল পাবেন আবেদনকারী। আর সঙ্গে মিলবে বিমান টিকিট। এসএস পড়ার জন্য এ স্কলারশিপ পেলে আবাসন, পাঁচ হাজার কাতারি রিয়েল ও সঙ্গে বিমান টিকিট পাবেন প্রার্থীরা। পিএইচডির ক্ষেত্রে অর্থ বাড়বে। আবাসন ও বিমান টিকিটের সঙ্গে পাবেন ৭ হাজার ৫০০ কাতারি রিয়েল পাবেন আবেদনকারী। বিবাহিতদের জন্যও সুযোগ রয়েছে পরিবার নিয়ে থাকার। বিস্তারিত তথ্য পাওয়া যাবে লিংকে

২) ইসলামিক ডেভেলভমেন্ট উন্নয়ন ব্যাংক স্কলারশিপ
ইসলামিক উন্নয়ন ব্যাংক এ বছরের স্কলারশিপের জন্য আবেদন আহ্বান করেছে। ফুল ফ্রিতে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষণা প্রোগ্রাম অধ্যয়নের জন্য বিশ্বের অন্যতম বৃহত্তম একটি স্কলারশিপ ইসলামী উন্নয়ন ব্যাংক স্কলারশিপ। এ স্কলারশিপের আবেদনের জন্য কোনো ফি নেওয়া হয় না। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। মুসলিম বিশ্বের ৫৭টি দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য পাওয়া যাবে লিংকে। 

৩) ক্যামব্রিজ গেটস স্কলারশিপ
যুক্তরাজ্যর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা স্কলারশিপ দেয়। এ বছরের জন্য বিশ্বে অন্যতম এই প্রাচীন বিশ্ববিদ্যালয়টি দিচ্ছে গেটস ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ। বিল ও মেলিন্দা গেটস ফাউন্ডেশন এ স্কলারশিপের জন্য অর্থায়ন করে থাকে। মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্দার নামে গঠিত ফাউন্ডেশনের অর্থে এ স্কলারশিপ পান বিশ্বের বিভিন্ন বিদেশি শিক্ষার্থীরা। ডিপ্লোমা, মাস্টার্স ও পিএইচডির জন্য এ স্কলারশিপ দেওয়া হয়। এ মাসের শেষ দিন পর্যন্ত এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। বিস্তারিত তথ্য পাওয়া যাবে লিংকে

৪) কানাডার সাস্কাচুয়ান স্কলারশিপ
কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয় স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডার একটি স্কলারশিপ। এমএস ও ডক্টরাল ডিগ্রির জন্য এ স্কলারশিপ দেওয়া হবে। বিশ্বের যে কেউ এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের এই স্কলারশিপ পেলে পড়াশোনার মাধ্যম হবে ইংরেজি। এ স্কলারশিপের জন্য আবেদনের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। বিস্তারিত তথ্য পাওয়া যাবে লিংকে

৫) কমনওয়েলথ স্কলারশিপ
সাধারণত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর শিক্ষার্থীদের যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা করার সুযোগ করে দেয় কমনওয়েলথ স্কলারশিপ। মাস্টার্সের জন্য কমনওয়েলথের এই স্কলারশিপের সকল অর্থ দেয় ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) নামের একটি প্রতিষ্ঠান। ২০২১ সালের জন্য কমনওয়েলথ স্কলারশিপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিটি দেশের জন্য আলাদা মনোনীত প্রতিষ্ঠান আছে। কমনওয়েলথভুক্ত ৫৪ দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে লিংকে। 

৬) আজারবাইজান সরকারি স্কলারশিপ
যেকোনো বিষয়ে পড়ুয়ারা বিদেশি শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ স্কলারশিপ ফুল ফ্রিতে পড়াশোনার পাশাপাশি মিলবে মাসিক ভাতাও। ওআইসিভুক্ত এবং ন্যামভুক্ত দেশগুলোর শিক্ষার্থী আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। আইইএলটিএস ও টোফেল লাগবে না আজারবাইজান সরকারের এ স্কলারশিপের আবেদনে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে লিংকে


সর্বশেষ সংবাদ