১৫ জানুয়ারি ২০২১, ১২:১০

ফিনল্যান্ড সরকারি স্কলারশিপে ব্যাচেলর-মাস্টার্সের সুযোগ

  © প্রতীকী ছবি

ফিনল্যান্ড সরকারি স্কলারশিপ বিজ্ঞপ্তি-২০২১ প্রকাশিত হয়েছে। এই স্কলারশিপের আওতায় বিনা বেতনে ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম করার সুযোগ পাবেন শিক্ষার্থী। এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে বয়সের কোন বাঁধা নেই।

ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করবার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই আইএলটিএস একাডেমিক ৬.০ ওভারঅল স্কোর থাকতে হবে এবং মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে আইএলটিএস একাডেমিক স্কোর ৬.৫ ওভারঅল। তবে যাদের পড়াশোনার মাধ্যম ইংরেজি ভাষায় ছিল তারা মিডিয়াম অব ইন্সট্রাকশন এর সনদ দিয়েও আবেদন করতে পারবেন। 

যে সকল ফিল্ডে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন:

Agriculture, Forestry, Fisheries, and Veterinary

Arts, Business, Administration and Law

Education, Engineering, Manufacturing, and Construction

Health and Welfare, Humanities, Information and Communication Technologies (ICTS)

Services (hospitality management, logistics, security, sport studies)

Social Sciences, Journalism and Information

আবেদন করতে যা যা লাগবে:
১) পাসপোর্ট
২) একাডেমিক পেপারস
৩) সিভি/রিজিউম
৪) মোটিভেশন লেটার
৫) জন্ম নিবন্ধন (ইংরেজি)/জাতীয় পরিচয়পত্র
৬) আইএলটিএস (একাডেমিক)/মিডিয়াম অব ইন্সট্রাকশন

এই স্কলারশিপের অধীন ফিনল্যান্ডে ২২টি বিশ্ববিদ্যালয়ে রয়েছে। প্রার্থী যে বিষয় পড়তে চায় সেই বিষয় কোন বিশ্ববিদ্যালয় অফার করছেন তা খুঁজে আবেদন করতে হবে। 

সময়সীমা: ২৭ জানুয়ারি, ২০২১ইং

বিস্তারিত: www.studyinfinland.fi