২৯ নভেম্বর ২০২০, ০৯:৫৪

মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের খাদ্য সহায়তা প্রদান

শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান  © সংগৃহীত

মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দিয়েছে ‘ওয়ান ওয়ার্ল্ড ফ্যামিলি কোভিড-১৯ এরা’।

মালয়েশিয়ার ন্যাশনাল হোপ ফাউন্ড্শেনের (ইয়াইয়াসান হারাপান নেগারা) চেয়ারম্যান দাতুক সায়মনের অর্থায়নে শনিবার (২৮ নভেম্বর) কুয়ালালামপুরের কলেজ আনতারাবাংসাতে (কেএজিসি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হোপ ফাউন্ডেশনের সেক্রেটারি (ট্রাস্টি) মেসাচ জেভি, ওয়ান ওয়ার্ল্ড ফ্যামিলি কোভিড-১৯ এরার প্রজেক্ট ডিরেক্টর বৃষ্টি খাতুন, সাংবাদিক আহমাদুল কবির ও হোপ ফাউন্ডেশনের স্পট ভোলান্ডিয়ার ইয়াসির আরাফাত।

কলেজ আনতারাবাংসাতে (কেএজিসি) অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ওমর ফারুক, মো. কাজল আহমেদ, আফগানিস্তানের শাহেনশাহ আনছার, পাকিস্তানের হায়দার বাবারসহ অনেকেই খাদ্য সহায়তা পেয়ে খুশি।

বৃষ্টির দেয়া উপহারসামগ্রীর মধ্যে রয়েছে- চাল ৫ কেজি, নুডলস, তেল ২/৩ লিটার, চিনি, ছোলা বুট এক কেজি, মটর, ডাল, ডিম, হ্যান্ড-ওয়াশ ইত্যাদি।

চলমান নভেল করোনা পরিস্থিতির শুরু থেকে বাংলাদেশি এ নারী শিক্ষার্থীর পরিকল্পনায় এবং মালয়েশিয়ার ন্যাশনাল হোপ ফাউন্ড্শেনের (ইয়াইয়াসান হারাপান নেগারা) চেয়ারম্যান দাতুক সায়মনের সহযোগিতায় খাদ্য সহায়তা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

ওয়ান ওয়ার্ল্ড ফ্যামিলি কোভিড-১৯ এরার প্রজেক্ট ডিরেক্টর সানওয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশের বৃষ্টি খাতুন, এ পর্যন্ত তারা বাংলাদেশসহ ৫৬ দেশের ইন্টারন্যাশনাল তিন হাজারেরও অধিক স্টুডেন্ট এবং অভিবাসী শ্রকিদের মধ্যে খাদ্যসহ বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করে চলেছেন।

এছাড়া মালয়েশিয়ার এতিম শিশুদেরও খাদ্য সহায়তা দিচ্ছেন বৃষ্টি।