স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে প্রাইম ব্যাংক
২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে অধ্যয়নরত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করছে প্রাইম ব্যাংক। শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় ‘প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি-২০২০’ এর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহবান করা হয়েছে।
শিক্ষাবৃত্তির জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। ডাকযোগে বা সরাসরি আবেদন গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন ফরম পূরণের ঠিকানা- scholarship.primebankfoundation.org
প্রাইম ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদনের যোগ্যতা
* কেবলমাত্র ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমান দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত।
* এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট জিপিএ কমপক্ষে ছাত্রদের ৯.০০ এবং ছাত্রীদের ৮.৮ থাকতে হবে।
* কেবলমাত্র আর্থিক দুর্দশাগ্রস্থ পরিবারের সন্তানেরা আবেদন করতে পারবে।
* অভিভাবকের মাসিক আয় ১০,০০০ (দশ হাজার) টাকা বা তার নিচে হবে হবে।
* অন্য কোন উৎস (সরকারী/বোর্ড বৃত্তি ব্যতীত) থেকে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদনপত্রে তা অবশ্যই উল্লেখ করতে হবে।
প্রাইম ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদনের নিয়মাবলী
আবেদনের সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ ও নম্বরপত্রের ফটোকপি, সদ্য তোলা দুই কপি রঙ্গিন ছবি এবং পৌরসভা/ইউনিয়ন পরিষদ প্রধান/ওয়ার্ড কাউন্সিলর বা প্রথম শ্রেণীল গেজেটেড অফিসার কর্তৃক অভিভাবকের আয়ের সনদপত্র (আয়ের পরিমান উল্লেখসহ) সংযুক্ত করতে হবে। আয়ের সনদ বা আবেদনের অন্যান্য তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বা বৃত্তি বাতিল হবে। বৃত্তি মনোয়নে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে।
শিক্ষাবৃত্তির গুরুত্বপূণ্য তথ্য
হতদরিদ্র (যেমন : প্রান্তিক কৃষক/ ভূমিহীন/ গৃহহীন/ দিনমজুর/ ভিক্ষাবৃত্তি/ নদীভাঙ্গন কবলিত/ মঙ্গাপিড়ীত/ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত/রিকশা বা ভ্যান চালক/ ভিজিডি-ভিজিএফ কার্ডহোল্ডার/ ক্ষুদ্র ঋণ গ্রহিতা/ গৃহপরিচারিকা ইত্যাদি), এতিম, শারীরিক প্রতিবন্ধী, অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের বংশধর, আদিবাসী অনগ্রসর সমাজ, স্বামী পরিত্যাক্তা মায়ের সন্তান, নার্সিং ও কারিগরি শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা কিছুটা শিথিলযোগ্য।
অনলাইনে যথাযথভাবে আবেদনপত্র আগামী ৬ অক্টোবর, ২০২০ তারিখের মধ্যে পূরণ করতে হবে। আবেদনের ঠিকানা-scholarship.primebankfoundation.org
প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের ঠিকানা- বাড়ী নং-১৪৬ (৭ম তলা), রোড নং-১৩/বি ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩। ফোন : ৯১২৫৫২৯-৩০, ০১৭২১০৬৮২৮২
প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের অফিসিয়াল সাইট দেখতে ক্লিক করুন