ফুল স্কলারশিপে মেডিকেল ইউনিভার্সিটি অব ইস্ফাহানে পড়ার সুযোগ

  © সংগৃহীত

মেডিকেল ইউনিভার্সিটি অব ইস্ফাহান ইরানের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। দেশটির ইস্ফাহান প্রদেশে এটি অবস্থিত। ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্যে প্রতিবছর মেডিকেল প্রোগ্রামগুলোর জন্যে ৫০-১০০ শতাংশ স্কলারশিপ দিয়ে থাকে। স্কলারশিপের আওতাভূক্ত ug, pg, phd, doctorate এসব ফিল্ডগুলো রয়েছে। স্কলারশিপ ছাড়াও লো-টিউশন ফি দিয়েও এখানে স্ট্যাডি করা যায়। কিছু অনলাইন প্রোগ্রাম এবং শর্ট কোর্স রয়েছে এগুলোতেও স্কলারশিপ দিয়ে থাকে তারা।

মেডিকেল ফিল্ডগুলোতে ইরানের অনেক সুনাম রয়েছে। যাদের এমবিবিএস পড়ার ইচ্ছে আছে সাথে স্কলারশিপ নিয়ে তারা ট্রাই করতে পারেন। রেসাল্ট ভালো থাকলে ফুল স্কলারশিপও পেতে পারেন।

ভিসা থেকে শুরু করে সকল প্রসিডিউর অনেক সহজ। তবে কোভিড-১৯ এর কারণে ট্রাভেলে বিষয়ে হয়তো কিছু সমস্যা হতে পারে। যেমন স্কলারশিপ পেলেও কিছুদিন হয়তো অনলাইন ক্লাস করতে হতে পারে। এরপরে ফ্লাইট ওপেন হলে যেতে পারবেন। বিস্তারিত আরও জানতে ভার্সিটির ওয়েবসাইট ভিজিট করুন।

স্ট্যাডি মিডিয়াম:
পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ

স্কলারশিপ:
ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ৫০%-১০০% পর্য ন্ত ওয়েভার দিবে

স্কলারশিপ কাভারেজ:
১) টিউশন
২) একোমোডেশন
৩) ফুড
৪) মেডিকেল ইন্সুরেন্স
৫) ট্রান্সপোর্ট

আবেদন করতে যা যা লাগবে:
১) পাসপোর্ট
২) সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট
৩) ছবি
৪) থিসিস (for msc) (if any)
৫) language certificate (if any)

ফ্যাকাল্টি:
Undergraduate Programs
Doctor of Medicine
Doctor of Dental Surgery
Doctor of Pharmacy
MBBS
Bachelor of Dental Surgery
Nursing
Midwifery
Operating Room
Environmental Health
Postgraduate Programs
Microbiology
Anatomical Sciences
Parasitology
Mycology
Immunology
Physiology
Medical Library & Information Sciences
Bioelectric Engineering
Biomaterial Engineering
Biostatistics
Epidemiology
Health Education and Health Promotion
Nutrition and Food Sciences
Food Safety and Hygiene
Physical Therapy
Speech Therapy
Artificial Organs and Auxiliary Devices
Medical Education
Bacteriology
Anatomical Sciences
Parasitology
Immunology
Iranian Traditional Medicine
Physiology
Medical imaging Technology
Pharmaceutical Nanotechnology
Industrial Pharmacy
Pharmacognosy
Nursing
Reproductive Health
Health Services Management
Health in Emergencies and Disaster
Medical Library & Information Sciences
Bioelectric Engineering
Biomaterial Engineering
Biostatistics
Health Education and Health Promotion
Environmental Health Engineering
Artificial Organs and Auxiliary Devices

ফর ভিসা এপ্লিকেশন: এখানে ক্লিক করুন

রেগুলার টিউশন ফি: যদি অন্যান্য দেশের মেডিকেল টিউশন ফির সাথে তুলনা করা হলে খুবই কম। তাছাড়া মিনিমাম একটা স্কলারশিপ তারা দিবেই। তবে তা রেসাল্টের উপর নির্ভর করে। এ লিংকে টিউশন ফির তালিকাসহ অন্যান্য তথ্য পাবেন।

এপ্লিকেশন লিংক: এখানে ক্লিক করুন

ডেডলাইন: ২২ সেপ্টেম্বর, ২০২০ইং

Click Here To Know University of Georgia Scholarships