হাঙ্গেরি সরকারের বৃত্তির জন্য মনোনীত ৯২ জনের নাম প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ০৮:০৬ AM , আপডেট: ০৯ জুলাই ২০২০, ০৮:০৬ AM
হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম বৃত্তি প্রোগ্রাম’ চালু করে। প্রতিবছর এই প্রোগ্রামের আওতায় ১০০ বাংলাদেশি শিক্ষার্থী দেশটিতে উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ পান। ২০২০-২১ সালের জন্য ইতোমধ্যে ৯২ জন নাম প্রকাশ করেছে দেশটির সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাঙ্গেরি সরকার বৃত্তির জন্য ৯২ জনের নাম প্রকাশ করেছে। বাকি আট জনের নাম শিগগিরই প্রকাশ করা হবে।
১০০টি বৃত্তির মধ্যে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে ৮০টি এবং ডক্টরাল পর্যায়ে ২০টি। এই বৃত্তি কার্যক্রমের মধ্যে মাসিক ভাতা, আবাসিকভাবে থাকার সুবিধা এবং স্বাস্থ্য বিমার সুযোগ দেওয়া হয়। ১৮ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন।
নামের তালিকা দেখতে েএখানে ক্লিক করুন