২৯ ডিসেম্বর ২০১৯, ১৬:২৮
৩ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিলো ডিবিবিএল
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত ৩ হাজার ১৮ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ডাচ বাংলা ব্যাংক।বৃত্তি প্রাপ্তরা ২০১৯ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
রোববার (২৯ ডিওসম্বর) রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বৃত্তিপত্র বিতরণ করেন আইনমন্ত্রী আনিসুল হক ও বাংলাদেশ ব্যাংকের গর্ভণর ফজলে কবির।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাচ বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সায়েম আহমেদ। এ পর্যন্ত ৬২ হাজার ৭৫২ জন শিক্ষার্থী ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি পেয়েছে।