৩১ জানুয়ারি ২০২৬, ১০:২৪

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েট শিক্ষার্থীদের সাফল্য

সফল শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

নরওয়ের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনটিএনইউ) বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি পিএইচডি করার সুযোগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তিনজন প্রাক্তন শিক্ষার্থী।

২০২৩ সালে চুয়েট-ইউআইএ কেয়ার প্রকল্পের আওতায় নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নের সুযোগ পান চুয়েটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের চারজন শিক্ষার্থী। গতবছরের ১৭ জুন এ কোর্সটি সম্পন্ন হয়।

এরপর দেশটির ট্রনহাইম শহরে অবস্থিত শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ অর্জন করেন মো. ইফতেখার হোসেন, আনফাজ ইসলাম ও অপি দাস। এছাড়া অর্ণব দাস নামে আরও এক প্রাক্তন শিক্ষার্থী যান্ত্রিক ও রোবোটিক নকশা প্রকৌশলী হিসেবে নরওয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহুজাতিক প্রতিষ্ঠান ন্যাশনাল অয়েলওয়েল ভারকোতে (এনওভি) চাকরির সুযোগ পেয়েছেন।

নরওয়েতে উচ্চশিক্ষার অভিজ্ঞতা জানিয়ে আনফাজ ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের স্নাতক কোর্স যখন প্রায় শেষের দিকে, ঠিক সেই সময়ে নরওয়ের কেয়ার প্রকল্প সম্পর্কে জানতে পারি। চুয়েট ও নরওয়ের এই কোলাবোরেশন নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। এটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল ভবিষ্যৎ বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নবায়নযোগ্য শক্তি বিষয়ে মাস্টার্স করার সুযোগ দেয়া। যেখানে সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি যাতায়াত ব্যয় এবং প্রতি মাসে পর্যাপ্ত থাকা ও খাওয়ার খরচ অন্তর্ভুক্ত ছিল।

তিনি বলেন, নরওয়ের শিক্ষাব্যবস্থা বাংলাদেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভিন্ন। এখানে প্রতিদিন সাধারণত একটি বিষয় পড়ানো হয়। ছয় ঘণ্টার একাডেমিক সেশনে প্রথম তিন ঘণ্টা লেকচার এবং পরবর্তী তিন ঘণ্টা এক্সারসাইজ সেশনের জন্য নির্ধারিত থাকে। মুখস্থনির্ভর জ্ঞানের পরিবর্তে প্রয়োগিক দক্ষতা ও সমস্যা সমাধানভিত্তিক শিক্ষার ওপর অধিক গুরম্নত্ব দেওয়া হয়।

অধিকাংশ কোর্সেই কোনো লিখিত পরীক্ষা নেই; বরং প্রজেক্ট ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শতভাগ মূল্যায়ন করা হয়। যেসব কোর্সে পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেগুলোর বেশিরভাগই ওপেন বুক পদ্ধতিতে নেয়া হয়।

আনফাজ ইসলাম আরও বলেন, প্রথমদিকে এই শিক্ষাপদ্ধতি কিছুটা অদ্ভুত মনে হলেও  অল্প সময়ের মধ্যে আমরা এর সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হই। পড়াশোনার পাশাপাশি আমরা সবাই বিভিন্ন গবেষণা কার্যক্রমেও সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। এই মাস্টার্স প্রোগ্রামটি আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য একটি কার্যকর ভিত্তি হিসেবে কাজ করেছে। আমরা অত্যন্ত আনন্দিত যে স্নাতকোত্তর সম্পন্ন করার পর বর্তমানে আমরা নরওয়ের স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করছি।

আন্তর্জাতিক অঙ্গনে প্রকৌশলী হিসেবে সফল হওয়ার প্রসঙ্গে অর্ণব দাস বলেন, এই পৃথিবীতে কানেক্টিভিটি ও প্রোডাক্টিভিটিই সাফল্যের মূল চাবিকাঠি। একই সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য পরামর্শ থাকবে এনএক্স, প্রো-স্টিল, মাইক্রো স্টেশন, ম্যাটল্যাবসহ প্রাসঙ্গিক সফটওয়্যার সমূহে দক্ষতা অর্জন করা। পাশাপাশি অটোডেস্ক ইনভেন্টর ও অটোক্যাডে পারদর্শিতা থাকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া একজন সফল মেশিন ডিজাইনার হতে হলে ওয়েল্ডিং, মেশিনিং প্রক্রিয়া এবং উপাদানের গুণাগুণ সম্পর্কে সুস্পষ্ট ধারণাসহ মৌলিক যান্ত্রিক জ্ঞান থাকা অত্যাবশ্যক।

উল্লেখ্য, ২০২২ সালে চুয়েট এবং নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চালু হয় চুয়েট-ইউআইএ কেয়ার প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রতিবছর চুয়েটের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।