০৯ অক্টোবর ২০২৫, ১৬:৫৪

স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ কানাডায়, আবেদন স্নাতকে

কানাডায় স্কলারশিপে স্নাতকে পড়াশোনা করতে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের চার বছর মেয়াদী স্নাতক কোর্সে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে কানাডার ক্যালগারি ইউনিভার্সিটি। ‘ইউনিভার্সিটি অব ক্যালগারি ইন্টারন্যাশনাল এন্ট্রান্স স্কলারশিপ’-এর আওতায় এই বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদেনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর ২০২৫।   

ইউনিভার্সিটি অব ক্যালগারি কানাডার শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৬৬ সালের আগ পর্যন্ত এটি আলবার্টা বিশ্ববিদ্যালয়ের ক্যালগারি শাখা হিসেবে ছিল। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৩৩ হাজার শিক্ষার্থী রয়েছে। ১৪টি অনুষদের অধীনে প্রায় ২৫০টিরও বেশি প্রোগ্রাম রয়েছে। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের সংখ্যা পাঁচটি। তবে মজার বিষয় হচ্ছে প্রধান ক্যাম্পাসটির আয়তন প্রায় ৪৯০ একর। যা ক্যালগারির পুরো ডাউনটাউনের চেয়েও বড় এলাকা।

সুযোগ-সুবিধা

স্নাতক প্রোগ্রামে ৪ বছরেরও বেশি সময় ধরে মোট $৮০,০০০ কানাডিয়ান ডলার প্রদান করা হবে । অর্থাৎ স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের বাৎসরিক $২০,০০০ কানাডিয়ান ডলার প্রদান করা হবে। তবে পরবর্তী দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বছরে জন্য শিক্ষার্থীকে শর্ত অনুযায়ী  ন্যূনতম ২.৬০ বা তার বেশি জিপিএ অর্জন করার মাধ্যমে স্কলারশিপটি চালু রাখতে হবে।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*নতুন ছাত্র হতে হবে;

*স্কলারশিপের জন্য শিক্ষার্থীকে অবশ্যই জিপিএ ন্যূনতম ৩.২০ উপস্থাপন করতে হবে;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদপত্র থাকতে হবে;

আরও পড়ুন: বিনা মূল্যে পিএইচডি করুন যুক্তরাজ্যে, লাগবে না টিউশন ফি-দেবে উপবৃত্তিও

আবেদন প্রক্রিয়া

আপনি ক্যালগারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করার সাথে সাথে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৫।