ব্রিটিশ কাউন্সিল অ্যালামনাই অ্যাওয়ার্ড জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ, আবেদন শেষ ১৬ অক্টোবরে
ব্রিটিশ কাউন্সিল স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০২৬ প্রোগ্রামে অংশ নিতে আবেদনপত্র আহ্বান করেছে। সাংস্কৃতিক যোগাযোগ ও শিক্ষাগত সুযোগ তৈরি হয় এ অ্যাওয়ার্ডে। দ্বাদশবারের মত ব্রিটিশ কাউন্সিল আয়োজন করছে স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড প্রোগ্রাম। যারা যুক্তরাজ্যে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে নিজ সম্প্রদায়, শিল্প খাত ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের দেওয়া হবে এ পুরস্কার। বিজয়ীদের সাফল্যের গল্প তুলে ধরা হবে আন্তর্জাতিক প্রচারমাধ্যমে। প্রোগ্রামে অংশ নিতে আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ১৬ অক্টোবর ২০২৫।
ব্রিটিশ কাউন্সিলের বিচারকমণ্ডলী ২৮ জন চূড়ান্ত প্রতিযোগীর মধ্যে থেকে চারজনকে আন্তর্জাতিক বিজয়ী হিসেবে নির্বাচন করবেন। বিজয়ীরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পরিচিতি বৃদ্ধির পাশাপাশি যুক্তরাজ্যে বিশেষ নেটওয়ার্কিং সফরে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বাংলাদেশেও জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগীদের সম্মান জানিয়ে বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে।
গত বছর ১০০টি দেশের প্রায় ১ হাজার ৩০০ প্রাক্তন শিক্ষার্থী আবেদন করেছিলেন এ পুরস্কারের জন্য। যুক্তরাজ্যের ১৩০টি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আবেদন করেছিলেন গত বছর।
চার ক্যাটাগরিতে পুরস্কারের জন্য আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি
*জ্ঞান ও টেকসই উন্নয়ন;
*সংস্কৃতি–সৃজনশীলতা ও ক্রীড়া;
*সামাজিক উদ্যোগ;
*ব্যবসা ও উদ্ভাবন;
যোগ্য আবেদনকারীরা জাতীয় ও বৈশ্বিক দুই পর্যায়েই প্রতিযোগিতা করতে পারবেন।
আরও পড়ুন: বিনা মূল্যে পিএইচডি করুন যুক্তরাজ্যে, লাগবে না টিউশন ফি-দেবে উপবৃত্তিও
সুযোগ-সুবিধা
*অংশগ্রহণকারীরা তাদের আন্তর্জাতিক প্রোফাইল সমৃদ্ধ করতে পারবেন;
*পেশাগত নেটওয়ার্ক বাড়ানোর এবং যুক্তরাজ্য ভ্রমণ করে পেশাগত নেটওয়ার্ক কাজে লাগিয়ে নিজেদের ক্যারিয়ার এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন;
*বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশ তাদের ফাইনালিস্টদের নিয়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন করবে;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ অক্টোবর ২০২৫।