২২ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৫

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

নিউজিল্যান্ডে বিনা মূল্যে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতক এবং স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি। ‘অকল্যান্ড ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সিলেন্স স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত ৫০ জন শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ অক্টোবর ২০২৫।

অকল্যান্ড বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের অকল্যান্ডে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ১৮৮৩ সালে নিউজিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি কনস্টিটিউয়েন্ট কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি নিউজিল্যান্ডের বৃহত্তম, সবচেয়ে ব্যাপক ও সর্বোচ্চ র‌্যাঙ্কযুক্ত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে ৪০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। ৬টি শহরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে। ২০২৫ সালে প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৬৫তম।

সুযোগ-সুবিধা—

স্নাতক এবং স্নাতকোত্তর অধ্যয়নের জন্য ১০,০০০ নিউজিল্যান্ড ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ১৩ হাজার ৫১০ টাকা)  প্রদান করা হবে। 

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*স্নাতকের জন্য মাধ্যমিক বা পোস্ট-সেকেন্ডারি পাস হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো থাকতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র—

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক সব ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ডিগ্রি সার্টিফিকেট;

*পাসপোর্টের কপি;

*ভাষাদক্ষতার সনদ;

আরও পড়ুন: বিনা মূল্যে পিএইচডি করুন যুক্তরাজ্যে, লাগবে না টিউশন ফি-দেবে উপবৃত্তিও

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ অক্টোবর ২০২৫।