স্কুল-কলেজের ২ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে ডিএনসিসি
স্কুল-কলেজের ২ হাজারকে শিক্ষার্থীকে মাসিক ২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আজ মঙ্গলবার (২৯ জুলাই) ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা মো: জোবায়ের হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দ্য ডেইলি ক্যাম্পাসকে জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পাবেন।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে ২ হাজার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলবার গুলশানের নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ডিএনসিসির ৮ম কর্পোরেশন সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রশাসক মোহাম্মদ এজাজ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগের বছরে মাত্র ৯০০ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হতো। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার এই উদ্যোগ চালু করা হয়েছে। এখন থেকে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২ হাজার শিক্ষার্থী মাসিক সর্বোচ্চ ২ হাজার টাকা করে বৃত্তি পাবে।
ডিএনসিসি শিক্ষাবৃত্তির ক্ষেত্রে নতুন করে বৃত্তির পরিমাণ ও ক্যাটাগরি পুনর্বিন্যাস করেছে। এখন থেকে চারটি স্তরে—১ম থেকে ৫ম শ্রেণি, ৬ষ্ঠ থেকে ৮ম, ৯ম-১০ম এবং ১১-১২ শ্রেণির শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন হারে বৃত্তি পাবে। বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সভার শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীলতায় আমরা একটি ন্যায্য ও গণতান্ত্রিক ঢাকা গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এই সকল সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে নগর পরিচালনায় জবাবদিহিতা ও নাগরিক সেবা নিশ্চিত হবে।