২৭ জুলাই ২০২৫, ০৯:৪৬

এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্রাহ্মণবাড়িয়া সমিতি

শিক্ষাবৃত্তি দেবে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি  © সম্পাদিত

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি ও সমমান, স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি। এ জন্য জেলার স্থায়ী অধিবাসী ছাত্র-ছাত্রীদের নিকট হতে বৃত্তির জন্য নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হয়েছে। আজ রবিবার (২৭ জুলাই) থেকে এ প্রক্রিয়া শুরু হচ্ছে। 

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃত্তির জন্য বিবেচিত হতে ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৪.৫০ পেতে হবে। আর ২০২২ ও ২০২৩ সালের স্নাতক ও সমমানের পরীক্ষায় পেতে হবে সিজিপিএ-৩.৫০।

বৃত্তির ফরম সমিতির ওয়েবসাইট (www.bbzsamitydhaka.org) থেকে ডাউনলোড করতে হবে। বৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সমিতির ঠিকানায় ডাকযোগে অথবা ই-মেইলে (bzsamitydhaka@gmail.com) পাঠাতে বলা হয়েছে।

আরও পড়ুন: কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনের পাঁচ গুণ শিক্ষার্থী রেখে ফলাফল প্রকাশ

আবেদনের সময়সীমা ২৭ জুলাই থেকে ২১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত। সমতিরি সভাপতি এম এ খালেক এবং সাধারণ সম্পাদক মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।