১৪ জুলাই ২০২৫, ১১:৫৮

এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দিচ্ছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন, আবেদন অনলাইনে

এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা শিক্ষাবৃত্তি পেতে আবেদন করুন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনে   © প্রতীকী ছবি

২০২৫ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক দাতব্য সংগঠন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিকে ভর্তিতে সহায়তা ও মাসিক বৃত্তি প্রদানের লক্ষ্যে মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল প্রার্থীদের নিকট আবেদনপত্র আহ্বান করেছে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হয়েছে ১২ জুলাই থেকে—আবেদন করা যাবে কলেজে ভর্তির ৭ দিন পূর্ব পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা—

মানবিক ও বাণিজ্য বিভাগের ক্ষেত্রে: সিটি করপোরেশন ৫, জেলা শহর ৪.৫০ এবং গ্রামীণ অনগ্রসর এলাকার স্কুলের শিক্ষার্থীদের জিপিএ-৪ থাকতে হবে;

বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে: সিটি করপোরেশন ৫, জেলা শহর ৪.৫০ এবং গ্রামীণ অনগ্রসর এলাকার স্কুলের শিক্ষার্থীদের জিপিএ-৪.৫ থাকতে হবে;

আরও পড়ুন: এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ডাচ্‌-বাংলা ব্যাংক, মাসে আড়াই হাজার করে দেবে ২ বছর

বৃত্তির ক্ষেত্র—

*উচ্চমাধ্যমিক বা এইচএসসির ভর্তি ফি প্রদান, পরীক্ষার ফরম পূরণ, বোর্ড রেজিস্ট্রেশন ফি প্রদান করবে;

*উচ্চমাধ্যমিক বা এইচএসসি পর্যায়ে মাসিক বৃত্তি (বৃত্তি পরীক্ষায় ৮০ শতাংশ নম্বর প্রাপ্তদের মধ্যে মেধাতালিকার শীর্ষে থাকা ২০ প্রার্থীকে বৃত্তি প্রদান করা হবে);

*উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা শেষে মাসিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মৌখিক পরীক্ষা ও কয়েক ধাপে যাচাই-বাছাইয়ের মাধ্যমে অধিক সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ঢাকায় এসে বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতিবাবদ ৪ মাসের মাসিক বৃত্তি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: প্রাথমিক আবেদন গ্রহণ শেষ কলেজে ভর্তির ৭ দিন পূর্ব পর্যন্ত এবং চূড়ান্ত আবেদন গ্রহণ শেষ কলেজে ভর্তির ৪ দিন পূর্ব পর্যন্ত;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—