২২ জুন ২০২৫, ২০:৫৩

বিদেশে উচ্চশিক্ষায় সুইডেন কেন?

সুইডেনে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে জেনে নিন খুঁটিনাটি নানা বিষয়ে  © সংগৃহীত

উন্নত গবেষণা, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি, শান্তিপূর্ণ সমাজ, আর স্ক্যান্ডিনেভিয়ান মানসিকতার এক অনন্য মিশ্রণে গড়ে ওঠা দেশ সুইডেন এখন শুধুই IKEA আর Nobel Prize-এর জন্য বিখ্যাত নয়, বরং উচ্চশিক্ষা, ক্যারিয়ার ও উচ্চ জীবনমানের জন্য এক অসাধারণ দেশ। আধুনিক শিক্ষাপদ্ধতি, গবেষণাভিত্তিক শিক্ষাক্রম ও বৈশ্বিক ক্যারিয়ার গঠনের সুযোগে সুইডেন দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। 

বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, ইংরেজি ভাষায় শত মাস্টার্স প্রোগ্রাম, সরকারি ও প্রাইভেট স্কলারশিপ, স্টাডি-পারমিট শেষে জব সার্চ ভিসা—সব মিলিয়ে সুইডেন এখন একটি চমৎকার উচ্চশিক্ষার গন্তব্য—বিশেষ করে দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের জন্য।

যেসব কারণে সুইডেন

*বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠান;

*শতাধিক ইংরেজি-ভাষার মাস্টার্স প্রোগ্রাম;

*ইউনিক ও স্টুডেন্ট-সেন্ট্রিক শিক্ষাপদ্ধতি;

*EU/EEA-এর বাইরের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও টিউশন ফি ওয়েভার;

*পড়াশোনার পাশাপাশি সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করার সুযোগ;

*পড়াশোনা শেষে ১ বছরের জব সার্চ ভিসা;

*চাকরির সুযোগ ও পরবর্তীতে স্থায়ী বসবাস (PR);

*পরিবার নিয়ে আসার সুযোগ (Spouse, Children);

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

সুইডেনে উচ্চশিক্ষা: খরচ ও স্কলারশিপ

*টিউশন ফি (নন-EU/EEA শিক্ষার্থীদের জন্য):
প্রতি বছর প্রায় SEK 80,000– SEK 160,000 (€7,000–€14,000);

*অনেক প্রোগ্রামে স্কলারশিপ থাকায় পুরোটা মওকুফও হতে পারে;

বাসস্থান-দৈনন্দিন খরচ:

*প্রতি মাসে SEK 8,000–SEK 12,000 (€700–€1,100) (শহরভেদে ভিন্ন হতে পারে);

স্কলারশিপের সুযোগ

Swedish Institute Scholarships for Global Professionals (SISGP):

*সম্পূর্ণ টিউশন ফি, প্রতি মাসে SEK 11,000 স্টাইপেন্ড, বিমা, ভিসা ফি, ট্রাভেল গ্রান্টসহ;

*কম্পিটিটিভ (তবে বাংলাদেশের জন্য বরাদ্দ থাকে);

University-specific Scholarships:

*বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ (আংশিক/পূর্ণ);

যেমন: Lund University Global Scholarship, Uppsala IPK Scholarship, KTH Scholarship ইত্যাদি;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: রেফারেন্স লেটার কী

পড়াশোনা কি ইংরেজিতে?

*হ্যাঁ! ইংরেজিতে;

*১০০০টির বেশি ইংরেজি ভাষার মাস্টার্স প্রোগ্রাম;

*কিছু ব্যাচেলর প্রোগ্রামও ইংরেজিতে পড়ানো হয়;

*Erasmus Mundus প্রোগ্রামেও সুইডেন অংশগ্রহণকারী দেশ;

IELTS নাকি MOI?

*সাধারণত IELTS 6.5 বা TOEFL-এ 90 দরকার হয়;

*কিছু ক্ষেত্রে Medium of Instruction (MOI) গ্রহণযোগ্য, তবে কমন নয়;

*PTE ও Duolingo কিছু বিশ্ববিদ্যালয় গ্রহণ করে;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন ফিনল্যান্ডে ভর্তির দরকারি তথ্য

আবেদন ও ভিসাপ্রক্রিয়া

ডেডলাইন:

*প্রতিবছর ১৬ অক্টোবর–১৫ জানুয়ারি: মূল আবেদন;

*ফলাফল মার্চ–এপ্রিল;

*ভিসা আবেদন মে–জুনে;

দরকারি কাগজপত্র

*অ্যাডমিশন লেটার;

*স্কলারশিপের প্রমাণ (যদি থাকে);

*ব্যাংক স্টেটমেন্ট (প্রায় SEK 10,314/মাস অনুযায়ী);

*ইনস্যুরেন্স;

*পুলিশ ক্লিয়ারেন্স;

*পাসপোর্ট, ছবি;

ভিসা কোথায় করবেন?

*ঢাকার Swedish Embassy (Baridhara) অথবা VFS Global-এর মাধ্যমে আবেদন;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: সাশ্রয়ী খরচ ও সহজে ভিসা সুবিধা প্রাপ্তিতে আদর্শ ৮ দেশ

পরিবার নিয়ে যাওয়া যাবে কি?

*হ্যাঁ! সুযোগ আছে;

*Masters, PhD পর্যায়ে Spouse ও Children নিয়ে যাওয়া যায়;

*Spouse ফুল-টাইম কাজ করতে পারে;

*সন্তানরা ফ্রি স্কুলিং পায়;

পড়াশোনার পর কী সুবিধা

*১ বছরের Job Seeking Visa (Residence Permit for Looking for Work);

*চাকরি পেলে Residence Permit (Work Visa);

*৪ বছর পর Permanent Residency (PR);

*নাগরিকত্বের সুযোগ।