স্কলারশিপসহ বেলজিয়ামে মাস্টার্সের সুযোগ

  © সংগৃহীত

বেলজিয়ামের লিউভেন বিশ্ববিদ্যালয়ে ১৪২৫ সাল থেকে পড়ানো হয় প্রাকৃতিক বিজ্ঞান। ১৮১৭ সালে বিশ্ববিদ্যালয়টিতে সায়েন্স অ্যাট লিউভেন বিজ্ঞান অনুষদ প্রতিষ্ঠিত হয়। এই বিজ্ঞান অনুষদ ও অ্যালুমনি অ্যাসোশিয়েশন আন্তর্জাতিক মাস্টার্স প্রোগ্রামে অংশ নিতে আগ্রহী মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সায়েন্স অ্যাট লিউভেন বৃ্ত্তির ঘোষণা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়টিতে প্রাকৃতিক বিজ্ঞান ছাড়াও ইঞ্জিনিয়ারিং, কলা, মেডিসিন, আইন এবং সামাজিক বিজ্ঞানসমূহ পড়ানো এবং গবেষণা করা হয়।

যেসব বিষয়ে আবেদন করা যাবে: রসায়ন, ভূগোল, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান।

সুযোগ সুবিধাসমূহ
*বাৎসরিক বৃত্তির পরিমাণ ১০ হাজার ইউরো।
*সায়েন্স অ্যাট লিউভেনের বোর্ড বিবেচনা করবে কতটা বৃত্তি দেওয়া হবে।
*পুরো বৃত্তিটি এক বছরের। এর সঙ্গে থাকবে স্বাস্থ্যবীমাও।
*থাকার খরচ নির্দিষ্ট নয়।
*বেশিরভাগ মাস্টার্স প্রোগ্রামই দুই বছর ব্যাপী। দ্বিতীয় বছরও বৃ্ত্তি দেওয়া হবে, যদি প্রথম
বছরের ফলাফল হয় অসাধারণ।

আবেদনের যোগ্যতা
*আবেদনকারী অবশ্যই একটি বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলরস ডিগ্রি অর্জন করতে হবে।
*আবেদনকারী ইতোমধ্যে কোনো মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি অর্জন করেনি, এমন হতে হবে।
*আবেদনকারীর পূর্বোক্ত ফলাফল হতে হবে অসাধারণ।
*ইংরেজির ওপর থাকতে হবে দখল।
*বৃত্তি অর্জনের জন্য আবেদনকারী যে আগ্রহী, তা প্রদর্শন করতে হবে।
*তাকে উক্ত বৃত্তি প্রোগ্রামের একজন দূত হিসেবে কাজ করতে হবে।

যারা  আবেদন করতে পারবে: বাংলাদেশসহ সারাবিশ্বের জন্য সুযোগটি উন্মুক্ত।

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ‘আবেদন করো’ বাটনে ক্লিক করে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ১৫, ২০১৯।


সর্বশেষ সংবাদ