চবি শিক্ষার্থীদের স্কলারশীপ দেবে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী মিসরের রাজধানী কায়রোস্থ বিশ্ববিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় ও কায়রো বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় চবির জন্য ভিজিটিং প্রফেসর প্রেরণসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদানের মাধ্যমে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ প্রদানের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে ছিলেন উপ-উপাচার্য, ডেপুটি হেড, গ্র্যান্ড ইমামের উপদেষ্টা ও অন্যান্য উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ। চবি উপাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন চবি ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আবুল হোসাইন।
আলোচনায় উভয় পক্ষ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেতু বন্ধন রচনায় একমত পোষণ করেন। চবি উপাচার্য উক্ত বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলকে বাংলাদেশে অসাম্প্রদায়িক ইসলামী শিক্ষার উন্নয়নে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা কামনা করলে কর্তৃপক্ষ সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এছাড়াও উপাচার্য কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা উন্নয়নে কায়রো বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা কামনা করলে তাঁরাও সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে কায়রো বিশ্ববিদ্যালয়ের সহেযাগিতামূলক চুক্তির মাধ্যমে সাক্ষাৎ কার্যক্রম সম্পন্ন হয়।