কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, ভাতা থাকছে ৩২ লাখ টাকা
সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। সঙ্গে অতিরিক্ত ভাতাও পাবেন শিক্ষার্থীরা;
*পুরো বছরের রক্ষণাবেক্ষণ ভাতা হিসেবে ২১,০০০ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ৩২ লাখ ৯২ হাজার ২৭৯ টাকা) প্রদান করবে। পিএইচডি স্কলাররা ৪ বছর পাবেন এ অর্থ;
*বিমানে যাতায়াতের খরচ দেবে;
*ভিসা ও ইমিগ্রেশন স্বাস্থ্য পরীক্ষার খরচ দেবে;
*বিভিন্ন কনফারেন্স ও কোর্সে যোগ দিতে কোর্সের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে ৫০০ থেকে ২ হাজার পাউন্ড পর্যন্ত প্রদান করবে;
*পারিবারিক ভাতা বাবদ প্রথম সন্তানের জন্য ১১,৬০৪ পাউন্ড ও দ্বিতীয় সন্তানের জন্য ১৬,৫৪৮ পাউন্ড দেবে। পার্টনারের জন্য কোনো তহবিল প্রদান করে না;
*পিএইচডির অংশ হিসেবে ফিল্ডওয়ার্কের সময় স্বাভাবিক রক্ষণাবেক্ষণ খরচ দেবে;
*মাতৃত্ব/পিতৃত্ব তহবিল দেবে;
*অপ্রত্যাশিত সমস্যাজনিত তহবিল দেবে;
আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পিএইচডির সুযোগ ফ্রান্সে, দেবে পৌঁনে ২ লাখ টাকা মাসিক ভাতা
আবেদনের যোগ্যতা—
*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;
*অসামান্য মেধা ক্ষমতা থাকতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;
*প্রোগ্রামটি পছন্দ করার কারণ ব্যাখ্যা করতে হবে;
*নেতৃত্বের সম্ভাবনা থাকতে হবে;
আবেদন যেভাবে—
অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন।
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।