স্কলারশিপ নিয়ে পিএইচডির সুযোগ ফ্রান্সে, দেবে পৌঁনে ২ লাখ টাকা মাসিক ভাতা
উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের একটি দেশ হচ্ছে ফ্রান্স। প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য পাড়ি জমায় পশ্চিম ইউরোপের উন্নত এ দেশটিতে। এর অন্যতম কারণ হচ্ছে ফ্রান্সের বিভিন্ন স্কলারশিপ। ফ্রান্সের উচ্চ মর্যাদাপূর্ণ একটি স্কলারশিপ হচ্ছে ‘ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপ’। এটি ফ্রান্স সরকার দ্বারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রদত্ত একটি জনপ্রিয় স্কলারশিপ।
আইফেল স্কলারশিপ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৮ জানুয়ারি ২০২৫।
আইফেল এক্সিলেন্স স্কলারশিপ ফ্রান্সের ইউরো অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের একটি প্রোগ্রাম। এই স্কলারশিপ শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা অর্জনের জন্য ইন্টার্নশিপের সুযোগ দেয়। ইন্টার্নশিপে ইচ্ছুক শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠান থেকে আবেদনের মাধ্যমে একটি চুক্তি সম্পন্ন করতে হয়।
সুযোগ-সুবিধা—
*মাসিক ভাতা দেবে ১৪০০ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ ৭৬ হাজার ৯৬০ টাকা);
*আবাসন ভাতা প্রদান করবে;
*যাওয়া-আসার বিমান খরচ দেবে;
*স্বাস্থ্যবীমা ও অন্যান্য ভাতা দেবে;
*সর্বোচ্চ ১ বছরের জন্য এ স্কলারশিপ দেয়া হবে।
আবেদনের যোগ্যতা—
*শিল্পোন্নত দেশ থেকে পিএইচডিতে আবেদনের জন্য বয়স ৩০–এর ওপরে হতে হবে;
*ফ্রান্সের কোনো নাগরিক এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না;
*পূর্বে স্নাতকোত্তরে কেউ এই স্কলারশিপ পেলে পিএইচডির জন্য আবেদন করতে পারবেন না;
*ইংরেজি বা ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা থাকতে হবে;
*আইইএলটিএস স্কোর অথবা ফ্রেঞ্চ ভাষা দক্ষতার সনদ জমা দিতে হবে;
আবেদন যেভাবে—
ফরাসি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দুটি ধাপে আবেদন করা যাবে। প্রার্থীকে প্রথমে ফ্রান্সের কিছু নামকরা বিশ্ববিদ্যালয়ে সরাসরি আবেদন করতে হবে। আবেদনের জন্য ফরম পূরণ করার সময়ই উল্লেখ করবে যে, আইফেল স্কলারশিপের জন্য তিনি আবেদন করতে চান। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনকারীকে জানিয়ে দেবে যে, তিনি স্কলারশিপ পেয়েছেন কি না।
প্রসঙ্গত, এই স্কলারশিপে শিক্ষার্থী সরাসরি আবেদন করতে পারবেন না। তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ফ্রেঞ্চ হায়ার এডুকেশন ইনস্টিটিউশন্সের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৮ জানুয়ারি ২০২৫।