আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে মাস্টার্স-পিএইচডি চীনের বিশ্ববিদ্যালয়ে
চীনের চংকিং ইউনিভার্সিটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে সিএসসি স্কলারশিপের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। চীন সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত এই স্কলারশিপের মাধ্যমে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী চংকিং ইউনিভার্সিটি অব পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনসে (সিকিউইউপিটি) স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি অর্জনে আবেদন করতে পারবেন।
১৯৫০ সালে প্রতিষ্ঠিত চংকিং ইউনিভার্সিটি বর্তমানে চীনের চতুর্থ বৃহত্তম পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। এখানে ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।
সুযোগ-সুবিধা—
*মাস্টার্স প্রোগ্রামে মাসে ৩,০০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৪৯,৬০০ টাকা) ;
*পিএইচডি প্রোগ্রামে মাসে ৩,৫০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৫৭,৮৭৮ টাকা) ;
*রেজিস্ট্রেশন ফ্রি;
*কোনো টিউশন ফি লাগবে না;
*ক্যাম্পাসে বিনামূল্যে থাকার ব্যবস্থা;
*চিকিৎসা বীমা সুবিধা;
আবেদনের যোগ্যতা—
*চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে;
*আবেদনকালে ৩৫ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাস্টার্সের ক্ষেত্রে);
*আবেদনকালে ৪০ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (পিএইচডির ক্ষেত্রে);
*অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না;
দরকারি কাগজপত্র—
*চীনা সরকার বৃত্তির আবেদন ফরম;
*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);
*একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব;
*দুটি সুপারিশপত্র;
*পাসপোর্টের একটি অনুলিপি;
*অপরাধকর্মে জড়িত না মর্মে প্রত্যয়নপত্র;
৩ বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে আবেদনের বিষয়—
*ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং;
*ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং;
*অ্যাকাইন্টিং;
*ডিজিটাল ইকোনমি;
*ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রেটিং;
*লজিস্টিক ইঞ্জিনিয়ারিং; অ্যান্ড ম্যানেজমেন্ট;
*নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি;
*আইন;
*কন্ট্রোল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং;
*ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং;
*ইনস্ট্রুমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং;
*সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং;
*মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং;
*মেকানিকস;
*ড্রামা অ্যান্ড ফিল্ম;
*ডিজাইন;
৪ বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামে আবেদনের বিষয়—
*ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং;
*কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি;
আবেদন করবেন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ মার্চ ২০২৫;
আবেদনপদ্ধতিসহ অন্যন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।