৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১

কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, টিউশন ফিসহ থাকছে আবাসন সুবিধা

কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে  © সংগৃহীত

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জনপ্রিয় একটি গন্তব্য স্থান হচ্ছে যুক্তরাজ্য। উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যায়নের জন্য স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যে। কমনওয়েলথ স্কলারশিপ এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর নাগরিকরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ অক্টোবর ২০২৪।  

যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ স্কলারশিপ বিশ্বের সবচেয়ে সম্মানজনক স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম। এর শুরু হয় ১৯৮৩ সালে। এ প্রোগ্রামের অর্থায়ন করে ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)। 

যুক্তরাজ্যে প্রায় ১৩০টির মতো নিবন্ধিত উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে। আছে পৃথিবীর সবচেয়ে বহুল পঠিত লাইব্রেরি, ব্রিটিশ লাইব্রেরি। যেখানে রয়েছে প্রায় ১৫০ মিলিয়ন বই। প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই যুগান্তকারী আবিষ্কারক রয়েছেন, যারা পেনিসিলিন, ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএর মতো অসাধারণ সব প্রযুক্তি আবিষ্কার করেছেন। যুক্তরাজ্যে ২০০টি দেশ থেকে প্রত্যেক বছর প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পড়তে আসেন। 

সুযোগ-সুবিধাসমূহঃ- 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* যুক্তরাজ্য যাতায়াতের বিমানের টিকিট। 
* আবাসন সুবিধা প্রদান করবে। খরচ হিসেবে মাসে ১ হাজার ৩৭৮ পাউন্ড। আর কেউ লন্ডন মেট্রোপলিটন এলাকায় থাকলে পাবেন ১ হাজার ৬৯০ পাউন্ড।
* শিক্ষাসফরের ভাতা। 
* জামাকাপড় কেনার জন্য ভাতা।
* পরিবার ভাতা। শিক্ষার্থীর যদি ১৬ বছরের কম বয়সী শিশু থাকে তবে প্রথম শিশুর জন্য মাসে ৫৯০ পাউন্ড। ২য় ও ৩য় শিশুর ক্ষেত্রে মাসে ১৪৬ পাউন্ড পাবেন।

যোগ্যতাসমূহঃ- 
* কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে।
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে। সেপ্টেম্বর ২০২৫–এ স্নাতকোত্তর/পিএইচডির শিক্ষাবর্ষ শুরুর জন্য প্রস্তুত হতে হবে।
* আবেদনকৃত বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। তবে স্কলারশিপর আবেদনের জন্য ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে না।
* ২০২৫ সালের মধ্যে অনার্স বা মাস্টার্স সম্পন্ন করতে হবে। দ্বিতীয় মাস্টার্স করার ক্ষেত্রে কারণ দর্শাতে হবে।
* এ স্কলারশিপ ছাড়া যুক্তরাজ্য পড়ার সামর্থ্য নেই।
* প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন সেরা ৫ স্কলারশিপ সম্পর্কে

প্রয়োজনীয় নথিঃ- 
* অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট।
* রেফারেন্স লেটার।
* মোটিভেশন লেটার।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। স্নাতকোত্তরে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

পিএইচডিতে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন