০৭ নভেম্বর ২০১৮, ১৩:৩৮

স্কলারশিপ নিয়ে ফেসবুক লাইভে আসছে আমেরিকান অ্যাম্বাসি

স্কলারশিপ নিয়ে ফেসবুকে লাইভ

স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাওয়ার স্বপ্ন লালন করছেন। আর তা যদি হয় ট্রাম্পের দেশ গ্রেট আমেরিকাতে তা অবশ্যই কৌতূহল একটু বাড়িয়ে দেয়। হয়তো ইতোমধ্যে বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করার মনস্থিরও করে ফেলছেন। কিন্তু নানা প্রশ্ন আপনার পিছু ছাড়ছে না। বিশেষ করে স্কলারশিপের আর্থিক দিকটা নিয়ে অনেকের মনে ধোঁয়াশা থাকে। এছাড়া আমেরিকার বাহিরের কোন দেশের বা অঞ্চলের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বেশি? তা নিয়ে মনে হাজারো প্রশ্ন।

আমেরিকার বাহিরের দেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্কলারশিপ। সরকারি স্কলারশিপ ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মাল্টিন্যাশনাল কোম্পানি এমনকি ব্যক্তি পর্যায়ের অনেক স্কলারশিপ প্রদান করা হয়। মূলত বিদেশী শিক্ষার্থীরা অনেক ধরনের স্কলারশিপে পড়ার সুযোগ রয়েছে। তবে সব স্কলারশিপের আর্থিক সুবিধায় রয়েছে হেরফের।

তাই আমেরিকায় পড়তে আসা শিক্ষার্থীদের স্কলারশিপের আর্থিক সুবিধার এই হেরফের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসছে ঢাকার আমেরিকান অ্যাম্বাসি। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯টায় এই লাইভ শুরু হবে। ঢাকার আমেরিকান অ্যাম্বাসির ফেসবুক পেইজ (https://www.facebook.com/bangladesh.usembassy/) থেকে লাইভ আসা হবে।

ফেসবুক লাইভে আমেরিকার স্কলারশিপের উপর বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানসহ একটি আলোচনা সেশন রয়েছে। এই লাইভে অংশ নিয়ে আপনিও মনের প্রশ্ন মিটিয়ে ফেলেতে পারেন। এতে বিদেশে উচ্চশিক্ষা লাভের প্রস্তুতিও পাবে বেশ গতি।